সন্দ্বীপ টাউন জগন্নাথ আখড়া মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অত্যান্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি একই ওয়ার্ডে অবস্থিত সন্দ্বীপ টাউন জগন্নাথ দেবালয় সংসদের উদ্যোগে ও রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
২৭ জুন শুক্রবার এ উপলক্ষে সন্দ্বীপ পৌরসভা ৩ নং ওয়ার্ডে অবস্থিত সন্দ্বীপ শ্রীশ্রী জগন্নাথ দেবালয় আখড়া মন্দির পরিচালনা কমিটি কর্তৃক পালন করা হয়েছে বিভিন্ন কর্মসূচী।সকালে বাল্যভোগ ,এরপর ভজন কীর্তন, ভোগ আরতি, বর্নাঢ্য সাঁজে বিশাল রথে জগন্নাথ,বলদেব, সু-ভদ্রাকে রথে চড়িয়ে ব্যাপক এলাকা জুড়ে হয়েছে রথটানা। রথটানা শেষে শতশত ভক্তের মাঝে প্রসাদ বিতরন।রথ টানায় অংশ গ্রহন করেন নারী, পুরুষ, শিশু কিশোর সহ কয়েকশ পুর্নার্থী। উত্ত রথযাত্রার অনুষ্ঠানে আগত সকল ভক্ত অত্যান্ত ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক আনন্দঘন পরিবেশে রথযাত্রার সকল কর্মসূচী উপভোগ করেন এবং রথ টানা শেষে প্রসাদ গ্রহন করেন এবং জগন্নাথ দেব সবার জন্য মঙ্গল বয়ে আনবে সে প্রত্যাশা নিয়ে বাড়ি ফেরেন। উক্ত রথযাত্রায় মন্দির কমিটির সভাপতি মাষ্টার লোকেশ্বর পাল মুঠো ফোনে জানান এই মন্দিরে যুগ যুগ ধরে রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে,অসুস্থতার কারনে আমি চট্টগ্রামে অবস্থান করছি তাই উপস্থিত থাকতে পারিনি, তারপরও মন্দির কমিটির সাধারন সম্পাদক মুকুল মজুমদার সহ সংশ্লিষ্ট যারা অক্লান্ত পরিশ্রম করে এই রথযাত্রাকে সফল করেছেন তাদের সকলের প্রতি আমার কৃতজ্ঞতা রইলো। রথযাত্রার সময় মন্দির কমিটির সহ-সভাপতি মাষ্টার হরিলাল মজুমদার,সাধারন সম্পাদক মুকুল মজুমদার,কোষাথ্যক্ষ শিমুল চন্দ্র দে সহ মন্দির পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও যুব কমিটির নেতৃবৃন্দ ও সনাতনী সম্প্রদায়ের সন্মানীত ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন, কানু সুত্রধর, মঙ্গল সুত্রধর, প্রদীপ মালাকার, দিলিপ কুমার মালাকার,রাখাল মালাকার, কার্তিক চক্রবর্তী,দুলাল সেরাং, জ্যোতিষ জলদাস, দুঃখ হরন জলদাস,রনজিত মালাকার সহ আরো অনেকে।
রথযাত্রার এই বর্নাঢ্য আয়োজনের বিষয়ে উক্ত মন্দির কমিটির সাধারন সম্পাদক মুকুল মজুমদার বলেন সনাতনীদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, জগন্নাথ দেব জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব ব্রহ্মা-। আর নাথ হচ্ছেন ঈশ্বর। এর আলোকে জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। জগন্নাথের অনুগ্রহ পেলে মানুষের কল্যাণ ও মুক্তিলাভ হয়। চিরাচরিত এই বিশ্বাস থেকে রথের ওপর জগন্নাথ দেব এর প্রতিমা রেখে তাকে সাজিয়ে রথ টেনে নিয়ে যাত্রা করেন সনাতন ধর্ম অনুসারীরা। বাংলা বর্ষের আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ উৎসব শুরু হয়। রথযাত্রার সবচেয়ে আকর্ষণ বর্ণাঢ্য শোভাযাত্রা। এরপর উল্টোরথ যাত্রার মাধ্যমে এর আনুষ্ঠানিকতা শেষ হয়। নানা আচার ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী ৯ দিন পর উল্টো রথের শোভাযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে।
‘গোল্ডেন গার্ল’ খ্যাত ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সারে আক্রান্ত মায়ের পাশে দাঁড়িয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক...
গত ১৮ মে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার হন দেশের জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। গ্রেফতারের পর তাকে কারাগারে পাঠানো হয়। পরে আদালত থেকে জামিন পেয়ে মুক্ত...
আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবার ও স্বার্থ সংশ্লিষ্টদের ২৬টি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। এসব অ্যাকাউন্টে...