রাউজান পৌরসভায় ১ নম্বর ওয়ার্ডে বিএনপির দলীয় কার্যালয় ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৭ জুন (শুক্রবার) বিকেলে রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে রাতের আঁধারে দুর্বৃত্ত কর্তৃক ভাংচুর হওয়া দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক প্রদক্ষিণ করে উপজেলার প্রবেশদ্বার ছত্তারঘাট হালদা সেতু চত্বরে গিয়ে একটি সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন রাউজান পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী আব্দুল্লাহ আল আনিসুজ্জামান সোহেল। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সভাপতি সাবের সুলতান কাজল। রাউজান পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান ফয়েজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাউজান উপজেলা বিএনপির সদস্য মহিউদ্দিন জীবন। প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভা যুবদলের সদস্য সচিব শাহাজাহান শাহিল।
এতে বক্তব্য রাখেন ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি কাজী আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক দিদারুল আলম মেম্বার, উত্তর জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক সোহেল চৌধুরী, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক রাসেল খান, যুবদল নেতা রেওয়াজ, ইলিয়াস মিনু, রাউজান পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী রাশেদুজ্জামান জুয়েল, যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ শহীদুল্লাহ হোসেন, জি এম দিদার। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শফিউল আজম, মো. কামরুল হাসান জনি, ইরফান চৌধুরী, শাকিল, রাশেদুল ইসলাম, তৌফিকুল ইসলাম, মো. রাশেদ, তরুণ বড়ুয়া, অসক বড়ুয়া, ডালিম বড়ুয়া, প্রভাত বড়ুয়া, এরশাদ,জামাল, জাহেদ, মুন্নাথ বড়ুয়া মান্না, আবুল হোসেন, হাসান, আজম, মিরাজ, মহিউদ্দিন, রনি, শহিদুল, রাখেল, হাসিব সিকদার, মোরশেদ, সাইফুল ইসলাম পারভেজ, মোহাম্মদ ইদ্রিসসহ আরো অনেকেই। সমাবেশে বক্তারা এই ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট আহবান জানান। এছাড়াও ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি ঘটালে তার কঠিন জবারের হুশিয়ারী দেন।