‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’- এই প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস-২৫ উপলক্ষে প্রাণ-প্রকৃতি রক্ষায় বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান নাজিরহাট বালিকা উচ্চ বিদ্যালয়।
বুধবার (২৫ জুন) বিদ্যালয় প্রাঙ্গনে অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে ফুল ও ফলজ গাছের চারা রোপণ করে দিবসটি পালন করা হয়। এর আগে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালিটি বিদ্যালয়ের বিভিন্ন প্রাঙ্গন ঘুরে আবার বিদ্যালয়ে এসে শেষ হয়। এরপর শুরু হয় আলোচনা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরীর সভাপতিত্বে সভায় শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন এবং বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য সাংবাদিক এস এম আক্কাছ। এসময় তিনি বলেন, ‘বৃক্ষরোপণের মাধ্যমে আমরা উদ্ভুদ্ধ হয়েছি। আমরা প্রতিজ্ঞা করছি অক্সিজেনের জন্য হলেও প্রত্যেকের বাড়ির আঙ্গিনায় একটি-দুটি করে গাছ রোপণ করবো।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অসীম কুমার চৌধুরী বলেন, ‘প্রানের প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা অনুপ্রাণিত হয়েছে। মানুষ বেইমানি করলেও গাছ কখনো বেইমানি করেনা। কার্যক্রমটি চলমান রাখা দরকার। তাহলেই প্রাণ-প্রকৃতি ও জৈববৈচিত্র রক্ষা পাবে।’ বিদ্যালয়ের জৈষ্ঠ্য শিক্ষক সৈয়দ পারভেজ সোবাহানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষক জানাহারা বেগম, তিলক বৈদ্য, মাওলানা মোরশেদ উদ্দিন, জান্নাতুল নাঈম, মাসুদ আলম, ওমর ফারুক, এমরান আলী, জাকিয়া নাজনীন প্রমুখ।