চট্টগ্রামের ফটিকছড়িতে সাজু আকতার (২৭)নামে এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। ২১ জুন উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের হলি পাড়া এলাকা থেকে ফটিকছড়ি থানা পুলিশ লাশ উদ্ধার করে।
নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, ‘দাম্পত্য কলহের জের ধরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দেওয়া হয়েছে৷ সাজু আকতারের স্বামী নেজাম দাবী করেন, তার স্ত্রী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ নুর আহমেদ বলেন,খবর পেয়ে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থা থেকে গৃহবধুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে জানান তিনি।