এস জেড এইচ এম ট্টাস্ট কর্তৃক পরিচালিত মাদরাসা-এ-গাউসুলআযম মাইজভাণ্ডারী আলিম ২০২৫ ইং পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে, বৃহস্পতিবার অনুষ্ঠিত বিদায় ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব ফরেস্টরি & এনভায়রোনমেন্টাল সায়েন্স বিভাগের অধ্যাপক, এস জেড এইচ এম ট্রাস্টের উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আবুল কাছেম সাহেবের সভাপতিত্বে এবং প্রভাষক মাওলানা জাহেদ উদ্দিন ও মাওলানা তাকরিম উদ্দিনের যৌথ সঞ্চালনায় উপস্থিত ছিলেন এস জেড এইচ এম ট্রাস্ট শিক্ষা সেলের সদস্য বটন কুমার দে, মাওলানা গোলাম মোস্তফা শায়েস্তা খান আল আযহারী ,মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ মুঈনুদ্দিন, প্রভাষক মাওলানা মুজিবুল হক, উম্মুল আশেকীন মুনাওয়ারা বেগম এতিমখানা ও হেফজখানার সুপার আনোয়ার সিকদার, মাওলানা রফিক উদ্দিন, রাশেদুল করিম,হেলাল উদ্দিন, সাহেদ উদ্দিন, মাদরাসার অভিভাবক সদস্য নাজিম উদ্দিন,ইয়াকুব আলি, শাহনাজ খানম, মাদরাসার শিক্ষক শফিউল আজম চৌধুরী, উম্মুল ওয়ারা, নুরুল করিম,মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা বেলাল উদ্দিন,মাওলানা কায়সার উদ্দিন, মাওলানা জালাল উদ্দিন, ক্বারী ফোরকান,মাওলানা রাশেদ আলি,মাওলানা ওয়াহিদুর রহমান,সৈয়দা জোবাইদা, রাবেয়া সুলতানা, জোবাইদা,রবিউল স্যার, আব্দুর রাজ্জাক, জাকারিয়া,মাওলানা দিদার, সবুজ চন্দ্র, আকলিমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,অভিভাবকবৃন্দ ও মাদরাসার নুরানি বিভাগ থেকে আলিম পর্যন্ত সকল শিক্ষার্থী।
২০২৫ ইং আলিম পরীক্ষার্থীর পবিত্র কুরআন তিলাওয়াত,নাতে রাসুল (দ:) পরিবেশন,মাইজভাণ্ডারী কালাম পরিবেশন,দেশের গান,ছাত্র-ছাত্রীর বক্তব্য, অশ্রুসিক্ত সিক্ত কান্নায় প্রীতিপাঠ,পরীক্ষার্থী ব্যাচের যৌথ কন্ঠে তালে গানে মাইজভাণ্ডারী গানের আসর- নানা সাংস্কৃতিক পর্বে হল মুখরিত ছিল। মিলাদ- কিয়াম ও আখেরী মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।