‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ স্লোগানকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাউজানে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপিত হয়েছে।
৩০ ডিসেম্বর (সোমবার) রাউজান উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে এই উৎসব উদযাপিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার সভাপতি আলোচনা সভায় অংশ নেন রাখেন উপজেলা সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মো. রিদুয়ানুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুম কবির, উপজেলা প্রকৌশলী আবুল কালামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। এরপূর্বে উপজেলা প্রশাসনিক ভবনের চত্বর হতে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।