বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫
spot_img

চট্টগ্রামে বিপিএল কনসার্টে সুরের মূর্ছনা

অনলাইন ডেস্ক

বিপিএলকে দর্শকদের কাছে পৌঁছে দিতে তিন ভেন্যুতে কনসার্টের আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঢাকা, সিলেট ঘুরে সে কনসার্ট গতকাল নোঙর করেছিল চট্টগ্রামে। এম এ আজিজ স্টেডিয়ামে দর্শকদের মাতিয়েছেন শিল্পীরা। নিরাপত্তার চাদরে ঢেকে রাখার পাশাপাশি কনসার্ট উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয় স্টেডিয়ামকে।

চট্টগ্রামে প্রথমবারের মত বসল বিপিএল কনসার্ট। মূলত বিপিএলকে ব্র্যান্ডিং করতেই এই কনসার্টের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সন্ধ্যা পৌনে ৬টায় জুলাই–আগস্ট বিপ্লবের একটি প্রামাণ্যচিত্র দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সে প্রামাণ্যচিত্রে দেখানো হয় আন্দোলনে ছাত্র–জনতার বীরত্বগাথা। এরপর কনসার্টের প্রথম শিল্পী হিসেবে মঞ্চে আসেন মুঝা। তিনি বেশ কয়েকটি জনপ্রিয় ফোক গান পরিবেশন করেন। এরপর মঞ্চে আসেন এভয়েডরাফা। প্রয়াত কিংবদন্তী শিল্পী এন্ড্রু কিশোরের বিখ্যাত গান ডাক দিয়াছেন দয়াল আমারে দিয়ে শুরু করেন রাফা। তার পরিবেশনাও মুগ্ধ করে দর্শকদের। এশার নামাজের বিরতির পর মঞ্চে আসেন জুলাই–আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনের দুই সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি এবং রাসেল আহমেদ। তারা জানান ক্রিকেটের প্রতি, দেশের প্রতি তাদের অনুরাগের কথা। সে সাথে নতুন পথ চলায় তাদের সংকল্পের কথা ব্যক্ত করেন। যে লক্ষ্য নিয়ে জুলাই–আগস্ট বিপ্লব সাধিত হয়েছে সেটা ধরে রাখতে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান এই দুই তরুণ সেনা। রাসেলের গগনবিদারী স্লোগানে শেষ হয় তাদের পর্ব।

এরপর মঞ্চে আসেন আরেক জনপ্রিয় শিল্পী ফুয়াদ এন্ড ফ্রেন্ডস। বাংলাদেশের বেশ কিছু জনপ্রিয় গান উপহার দেন তারা। তাদের পরিবেশনাও মুগ্ধ করে দর্শক শ্রোতাদের। তার আগে অবশ্য বিপিএলের থিম দেখানো হয় বড় পর্দায়। তবে কনসার্ট জমে উঠে তাসনীম আনিকার ডিসকো ড্যান্সার এবং রূপবান নাচে কোমর দোলাইয়া গানে। এই দুই গানের তালে তালে দর্শকরাও নেচে উঠে। এ যেন তারুণ্যের জোয়ার। এরপর ফুয়াদ পরিবেশন করেন তার সবচাইতে জনপ্রিয় গান নিটোল পায়ে রিনিক–ঝিনিক। ফুয়াদের পরববেশনা শেষে মঞ্চে আসেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন এবং চট্টগ্রামের জেলা প্রশাসক ও সিজেকেএস সভাপতি ফরিদা খানম। তারা তাদের অনুভূতি ব্যক্ত করেন। সে সাথে আগামী ৫ ফেব্রুয়ারি পতেঙ্গা সমুদ্র সৈকতে ওপেন এয়ার কনসার্টের আমন্ত্রণ জানান সিটি মেয়র। তিনি বলেন, তরুণদেরকেই এগিয়ে আসতে হবে দেশ গড়ার কাজে। জেলা প্রশাসক এরকম সুন্দর আয়োজনের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানান।

এরপর মঞ্চে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ফারুক আহমেদ এবং বিসিবির দুই পরিচালক আকরাম খান ও মনজুর আলম মঞ্জু। বিসিবি সভাপতি তার বক্তব্যে কনসার্টে অংশ নেওয়ার জন্য চট্টগ্রামের মানুষকে ধন্যবাদ জানান। তিনি সকলকে বিপিএল সফল করার অনুরোধ জানান। তিনি বিপিএলের এই নতুন যাত্রায় সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান। শুভেচ্ছা জানান বিসিবির দুই পরিচালক আকরাম খান এবং মনজুর আলম মঞ্জুও।

শুরুর দিকে কিছুটা দর্শক খরা থাকলেও সন্ধ্যার পর বাড়তে থাকে দর্শক সংখ্যা। রাতে বেশ জমে উঠে কনসার্ট। এ প্রজন্মের তরুণদের কাছে জনপ্রিয় এক ইভেন্ট ডিজে। সঞ্জয়ের সে ডিজে বেশ উপভোগ করেন দর্শকরা। শুধু তাই নয় নাচের তালে উত্তাল হয়ে উঠে এম এ আজিজ স্টেডিয়াম। তবে অনুষ্ঠানের সবচাইতে আকর্ষণীয় ইভেন্ট ছিল লেজার শো আর আতশবাজি। প্রায় দশ মিনিটের আলোর ঝলকানিতে রঙিন হয়ে উঠে চট্টগ্রামের আকাশ। এ যেন কনসার্টের সাথে বাড়তি পাওয়া। সবশেষ শিল্পী হিসেবে মঞ্চে আসেন কিংবদন্তী সংগীত শিল্পী ফেরদৌস ওয়াহিদের ছেলে হাবিব ওয়াহিদ।

তার জনপ্রিয় দিন গেল তোমারও পথ চাহিয়া গানের তালে নেচেছে দর্শকরা। তোমাকে ছেড়ে আমি কি নিয়ে বাঁচব। বন্ধে মায়া লাগাইছে ফিরিতি শিখাইছের মত জনপ্রিয় গানগুলো শুনে মুগ্ধতা নিয়ে ফিরে দর্শকরা।

এই বিভাগের সব খবর

হত্যাচেষ্টা মামলায় সালমান-পলক চার দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কলেজের শিক্ষার্থী মো. শামীমকে হত্যাচেষ্টা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক...

৬ কোটি টাকার গাড়ি উপহার পেলেন মাধুরী

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। বরাবরই গাড়ির শখ রয়েছে মাধুরীর। বিভিন্ন ব্র্যান্ডের দামি গাড়ির কালেকশন রাখতে পছন্দ করেন তিনি। এবার বছরের শুরুতেই বড় উপহার...

টিউলিপের স্থলে নিয়োগ পেলেন এমা রেনল্ডস

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর তার স্থলে নতুন অর্থনীতি বিষয়ক মন্ত্রী হিসেবে এমা রেনল্ডসকে নিয়োগ দিয়েছেন। সম্প্রতি বাংলাদেশে দুর্নীতির অভিযোগে তদন্ত...

সর্বশেষ

হত্যাচেষ্টা মামলায় সালমান-পলক চার দিনের রিমান্ডে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকা কলেজের শিক্ষার্থী মো. শামীমকে...

৬ কোটি টাকার গাড়ি উপহার পেলেন মাধুরী

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত। বরাবরই গাড়ির শখ রয়েছে...

টিউলিপের স্থলে নিয়োগ পেলেন এমা রেনল্ডস

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মঙ্গলবার টিউলিপ সিদ্দিকের পদত্যাগের পর...

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াসহ সবাইকে খালাস

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজা বাড়িয়ে হাইকোর্টের দেয়া ১০...

ছাগলকাণ্ডে আলোচিত সেই মতিউর ও তার স্ত্রী গ্রেপ্তার

বহুল আলোচিত ছাগলকাণ্ডে জড়িত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক...

চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর ‘স্যালভেজ কর্মশালা ২০২৫’ অনুষ্ঠিত

চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ (বানৌজা) নির্ভীক ঘাঁটিতে বাংলাদেশ নৌবাহিনীর...