মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
spot_img

লন্ডনে কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালের উদ্যোগে বিজয় দিবস উদযাপন

অনলাইন ডেস্ক

লন্ডনে যথাযগ্য মর্যাদায় মহান বিজয় দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে আইভি হলে বিজয় দিবস ও নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।

এসময় প্রবাসী বাংলাদেশীদের অধিকার, সমস্যা ও দেশের উন্নয়ন বিষয়ে আলোচনার পাশাপাশি সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। প্রথম পর্বে সংগঠনের যুগ্ম সচিব মীর রাশেদ আহমেদ ও সহসভাপতি আঞ্জুমান চৌধুরী সঞ্চালনা করেন। এতে কানেক্ট বাংলাদেশের চার্টার, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস নিয়ে আলোচনা হয়।

এসময় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য সরকারের স্টেট মিনিস্টার ফর ওয়ার্ক এন্ড পেনশনস স্যার স্টিফেন টিমস এমপি। বিশেষ অতিথি ছিলেন, লন্ডন বারা অফ কেমডেনের মেয়র সমতা খাতুন। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আবু আহমেদ খিজির নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন।

এ সময় আবু আহমেদ খিজির তার বক্তব্যে প্রবাসীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সরকারের কাছে কিছু গুরুত্বপূর্ণ দাবী জানান। তিনি বলেন, ১৮ মিলিয়ন প্রবাসী বাংলাদেশী (NRB) দেশে গুরুত্বপূর্ণ রেমিট্যান্স প্রদান করলেও তাদের নানা সমস্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি দাবি করেন, প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি বন্ধ করতে হবে, সম্পত্তির বেআইনি দখল রোধ করতে হবে এবং ভোটদানে সুবিধা দিতে হবে।

কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালের ইউকে শাখার মহাসচিব নাসিম চৌধুরী বলেন, সংগঠনটি এক বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে প্রবাসীদের অধিকার আদায়ে কাজ করছে। তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সমাজে দাতব্য ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা যেতে পারে।

এছাড়াও তিনি বলেন, বিভিন্ন দাতব্য উদ্যোগে সংগঠনটি সহায়তা প্রদান করছে, যেমন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ প্রদান এবং গ্রামীণ দরিদ্রদের মধ্যে কুরবানি মাংস বিতরণ।

অনুষ্ঠানে ব্রিটিশ সরকারের প্রতিমন্ত্রী স্যার স্টিফেন টিমস জানান, বাংলাদেশের জনগণের সাথে তার গভীর সম্পর্ক রয়েছে এবং প্রবাসীদের সমস্যা সমাধানে তার সরকার কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালের পাশে থাকবে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাবে।

অনুষ্ঠানে ৬ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়। সম্মাননা প্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন, আবাব চৌধুরী, এমদাদুল হক, শামসুদ্দিন ফকির, জিয়াউল করিম, মাহমুদুর রহমান এবং কামাল দেওয়ান।

উল্লেখ্য, কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল গেলো কয়েক বছর ধরে সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশীদের জন্য কাজ করে যাচ্ছে। সংগঠনটির শাখা-প্রশাখা বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে।

এই বিভাগের সব খবর

অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার আপিলের রায় আগামীকাল

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাড়িয়ে হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপিলের ওপর শুনানি...

ইসরাইল ধ্বংস করেছে গাজার শিক্ষা ব্যবস্থা

সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই বলেছেন, গাজার শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরাইল। এছাড়া তিনি আফগানিস্তানে তালেবান শাসনকে বৈধতা...

বিভিন্ন স্কিল ডেভলেপমেন্ট তরুণ প্রজন্মকে এগিয়ে রাখবে

চট্টগ্রাম জেলা পরিষদ কর্তৃক পরিচালিত ২০২১–২০২৩ অর্থ বছরে বরাদ্দকৃত দারিদ্র্য নিরসন ও নারী উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আওতায় মোটর ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও...

সর্বশেষ

অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার আপিলের রায় আগামীকাল

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাড়িয়ে হাইকোর্টের দেওয়া...

ইসরাইল ধ্বংস করেছে গাজার শিক্ষা ব্যবস্থা

সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই...

বিভিন্ন স্কিল ডেভলেপমেন্ট তরুণ প্রজন্মকে এগিয়ে রাখবে

চট্টগ্রাম জেলা পরিষদ কর্তৃক পরিচালিত ২০২১–২০২৩ অর্থ বছরে বরাদ্দকৃত...

দুর্যোগকালে রেড ক্রিসেন্টের ভূমিকা প্রশংসনীয়: মেয়র ডা. শাহাদাত

প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানবিক সংকটের কোনো পরিস্থিতিতে মানুষের পাশে...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের আরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিত

খেলাপি ঋণের একটি মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী...

চট্টগ্রামে চিন্ময় কাণ্ডের আসামি ৬৩ আইনজীবীর জামিন: বাদীপক্ষের বিক্ষোভ

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনকে ঘিরে...