লন্ডনে যথাযগ্য মর্যাদায় মহান বিজয় দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে আইভি হলে বিজয় দিবস ও নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
এসময় প্রবাসী বাংলাদেশীদের অধিকার, সমস্যা ও দেশের উন্নয়ন বিষয়ে আলোচনার পাশাপাশি সংগঠনের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশী উপস্থিত ছিলেন। প্রথম পর্বে সংগঠনের যুগ্ম সচিব মীর রাশেদ আহমেদ ও সহসভাপতি আঞ্জুমান চৌধুরী সঞ্চালনা করেন। এতে কানেক্ট বাংলাদেশের চার্টার, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বিজয় দিবস নিয়ে আলোচনা হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য সরকারের স্টেট মিনিস্টার ফর ওয়ার্ক এন্ড পেনশনস স্যার স্টিফেন টিমস এমপি। বিশেষ অতিথি ছিলেন, লন্ডন বারা অফ কেমডেনের মেয়র সমতা খাতুন। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আবু আহমেদ খিজির নবগঠিত কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেন।
এ সময় আবু আহমেদ খিজির তার বক্তব্যে প্রবাসীদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সরকারের কাছে কিছু গুরুত্বপূর্ণ দাবী জানান। তিনি বলেন, ১৮ মিলিয়ন প্রবাসী বাংলাদেশী (NRB) দেশে গুরুত্বপূর্ণ রেমিট্যান্স প্রদান করলেও তাদের নানা সমস্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি দাবি করেন, প্রবাসীদের বিমানবন্দরে হয়রানি বন্ধ করতে হবে, সম্পত্তির বেআইনি দখল রোধ করতে হবে এবং ভোটদানে সুবিধা দিতে হবে।
কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালের ইউকে শাখার মহাসচিব নাসিম চৌধুরী বলেন, সংগঠনটি এক বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে প্রবাসীদের অধিকার আদায়ে কাজ করছে। তিনি তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সমাজে দাতব্য ও সামাজিক কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করা যেতে পারে।
এছাড়াও তিনি বলেন, বিভিন্ন দাতব্য উদ্যোগে সংগঠনটি সহায়তা প্রদান করছে, যেমন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ প্রদান এবং গ্রামীণ দরিদ্রদের মধ্যে কুরবানি মাংস বিতরণ।
অনুষ্ঠানে ব্রিটিশ সরকারের প্রতিমন্ত্রী স্যার স্টিফেন টিমস জানান, বাংলাদেশের জনগণের সাথে তার গভীর সম্পর্ক রয়েছে এবং প্রবাসীদের সমস্যা সমাধানে তার সরকার কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালের পাশে থাকবে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে ৬ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়। সম্মাননা প্রাপ্ত মুক্তিযোদ্ধারা হলেন, আবাব চৌধুরী, এমদাদুল হক, শামসুদ্দিন ফকির, জিয়াউল করিম, মাহমুদুর রহমান এবং কামাল দেওয়ান।
উল্লেখ্য, কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল গেলো কয়েক বছর ধরে সারা বিশ্বে প্রবাসী বাংলাদেশীদের জন্য কাজ করে যাচ্ছে। সংগঠনটির শাখা-প্রশাখা বিশ্বের বিভিন্ন দেশে রয়েছে।