বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর ৯৬তম খোশরোজ শরীফ মহান ১০ পৌষ উপলক্ষে আশেকানে গাউছিয়া হক ভাণ্ডারী নাজিরহাট শাখার উদ্যেগে বিভিন্ন কর্মসূচী পালন করা হয়েছে।
২৩ ডিসেম্বর সোমবার সকাল ১০টা থেকে নাজিরহাট পৌরসভার চৌধুরী-ছকিনা কমিউনিটি সেন্টার মিলনায়তনে প্রথম অধিবেশনে এক বিশেষ মহিলা মাহফিল অনুষ্ঠিত হয়। রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী উম্মে খায়ের সানজিদার সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন এস জেড এইচ এম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন আলোর পথের সিনিয়র সদস্য এডভোকেট শাহজাদী ইয়াসমিন মুক্তা ও এস জেড এইচ এম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন আলোর পথের সিনিয়র সদস্য উম্মে আল আসফিয়া।
মাহফিলে বক্তাগণ মহিলাদের সংসারের কাজকর্মের পাশাপাশি ধর্মীয় ও ত্বরিকতের শিক্ষার উপর গুরত্ব বর্ণনা করেন। দ্বিতীয় অধিবেশনে আলোচনা সভা,মিলাদ মাহফিল ও সেমা মাহফিল অনুষ্ঠিত হয়। আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী নাজিরহাট শাখার সভাপতি বটন কুমার দের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন,মির্জাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ শাহাদত হোসেন মির্জাপুরি ,ফরহাদাবাদ দরবার শরীফের পীরজাদা মাওলানা সৈয়দ মোকাম্মেল হক শাহ ফরহাদাবাদী ও পীরজাদা সৈয়দ ফয়জুল হক শাহ ফরহাদাবাদী। ফটিকছড়ি’গ ‘ জোনের সাংগঠনিক সমন্বয়কারী মোঃ মাহাবুবুল আলম সওদাগর,মোহাম্মদ আলমগীর আলম,মোঃ নুরুল হুদা, ফটিকছড়ি (ঘ) জোনের সাংগঠনিক সমন্বয়কারী মাস্টার মুহাম্মদ নাসির উদ্দিন ও মাষ্টার মোঃ আজিম উদ্দিন। সেমা মাহিফিল পরিচালনা করেন সৈয়দ মোহাম্মদ আবু সালেহ কাওয়াল। মোহাম্মদ নাজিম উদ্দিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মোহাম্মদ রফিকুল আলম,মোহাম্মদ আকরাম,মোহাম্মদ আলী নেওয়াজ, মোহাম্মদ হারুন,পাঁচ কড়ি নাথ,মোহাম্মদ এয়াকুব,মোহাম্মদ হারুন উর রশিদ,মোহাম্মদ সেলিম,আবু তৈয়ব,মোহাম্মদ আবুল বশর,আলী আকবর,নজরুল ইসলাম রুবেল,মোহাম্মদ পারভেজ,মোহাম্মদ হারেছ উদ্দিন সুজন প্রমুখ।