বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ বোয়ালখালীর কৃতি সন্তান ওমর বিন নুরুল আবছার এর স্মৃতিতে শহীদ ওমর স্মৃতি ফাউন্ডেশন এর উদ্দ্যেগে ওমর স্মৃতি মেধাবৃত্তি গত ২৩ শে ডিসেম্বর (সোমবার) উপজেলার প্রানকেন্দ্র গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে প্রায় ১০০০ শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ গ্রহনের মধ্য দিয়ে এ পরীক্ষা সম্পন্ন হয়েছে।
উক্ত পরীক্ষার কেন্দ্রে উপস্থিত উপস্থিত ছিলেন শহীদ ওমরের মমতাময়ী মা এতে আরো উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলার সহকারী শিক্ষা অফিসার জনাব নাজমুন নাহার, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব খসরু পারভেজ সহ অনেক অতিথিবৃন্দ এতে অংশ গ্রহন করেন। বৃত্তি পরীক্ষায় মহাসচিব এর দায়িত্ব পালন করেন জনাব হারুন অর রশিদ, কেন্দ্র সচিব খসরু পারভেজ, হল সুপার তৌহিদুর হাসান টিপু, পরীক্ষা নিয়ন্ত্রক জাহাঙ্গীর আলম, সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল হালিম ও আবুল মনসুর। পরীক্ষা শেষে অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীবৃন্দরা এর উত্তরোত্তর সফলতা কামনা করেন, এবং সংশ্লিষ্ট সকল আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন, এটি যেন ভবিষ্যতে আরো বেশি সুন্দর ও বড় পরিসরে আয়োজন করা যায় সে আশাবাদ ব্যক্ত করেন।