সন্দ্বীপ নদী সিকস্তি পুনর্বাসন কমিটির সাধারণ সভা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ৬০ মৌজা সন্দ্বীপ বাসীর ন্যায্য অধিকার ফিরিয়ে দাও দিতে হবে এই শ্লোগান নিয়ে ২১ ডিসেম্বর সকালে কবি আব্দুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সমিতির গঠনতন্ত্র প্রকাশ সহ আগামী ২ বছরের জন্য সমিতির কমিটি গঠন করা হয়।
এতে অধ্যাপক খালেদ মাহমুদ কে সভাপতি ও আজমত আলি বাহদুর কে সাধারন সম্পাদক করে মোট ২৫ সদস্য বিশিষ্ট সন্দ্বীপ নদী সিকস্তি পুনর্বাসন সমিতি’র কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক খালেদ মাহমুদ। ব্যাংকার মোস্তফা হায়দার ও কাজী দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহবাক কমিটির সদস্য সচিব মিজানুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আজমত আলি বাহদুর, ব্যাংকার নাজিম উদ্দিন, মোঃ মিজানুর রহমান, নাজিম উদ্দীন, এ,কে,এম হুমায়ুন কবির চৌধুরী, মাস্টার আকবর হোসেন, ছাত্র নেতা রেজাউল করিম সহ আরো অনেকে। সাধারণ সভারস্থল ও আশ পাশের বিভিন্ন জায়গায় সমিতির দাবী সমূহ তুলে ধরে বিভিন্ন ফেস্টুন ও প্লাকার্ড ঝুলানো হয়। সেখানে নিন্মোক্ত দাবী সমূহ ১৯৫৪ সালের চট্টগ্রাম -নোয়াখালী জেলা সীমানা রেখা সন্দ্বীপবাসীর কাছে একমাত্র গ্রহণযোগ্য।সন্দ্বীপের ভূমি কেড়ে নেওয়ার ফ্যাসিবাদের চক্রান্ত রুখে দাও সন্দ্বীপবাসী,উড়ির চর কেড়ে নেওয়ার ষড়যন্ত্র রুখে দাও, ভাসান চর, স্বর্নদ্বীপসহ অপদখলীয় চর সমূহ সন্দ্বীপে বাসীকে ফিরিয়ে দাও ইত্যাদি।