বোয়ালখালী উপজেলা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস পালন করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে বোয়ালখালী উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণে পুষ্প মাল্য অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন, , বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সিনিয়র সহ সভাপতি আরিয়ান আরজু, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিন মাহি, বোয়ালখালী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ওমর ফারুক সহ আরও অনেকই। শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দরা উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা ‘র সাথে মহান বিজয় দিবসের শুভেচ্ছা বিনিময় করেন।