বোয়ালখালীতে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর পালন করা হয়। এ উপলক্ষে সকালে বোয়ালখালী কেন্দ্রীয় স্মৃতিসৌধে বোয়ালখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর বিভিন্ন স্কুল কলেজ, সামাজিক রাজনীতিক এবং সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ১৯৭১ সালের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিজয় দিবস ২০২৪ উদযাপন করা হয়।
এদিকে বোয়ালখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উদযাপিত মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষে অনুষ্ঠানসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিজয় মেলার উদ্ভোধন, বীর মুক্তিযোদ্ধাদের ও শহিদদের পরিবারকে সংবর্ধনা, শহিদদের স্মরণে বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে মোনাজাত-প্রার্থনা, দোয়া মাহফিল, ছাত্র-ছাত্রীদের ক্রীড়া অনুষ্ঠান, মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রি খীসা অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার পেছনে অক্লান্ত পরিশ্রম ও সহযোগিতা করার জন্য সম্মানিত বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সহকারী কমিশনার (ভূমি) জনাব কানিজ ফাতেমা, দপ্তর প্রধানগণ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা পরিষদ ও ভূমি অফিসের সকল কর্মকর্তা -কর্মচারীবৃন্দ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্কাউট ও রোভারবৃন্দ, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাই। এবং সর্বশেষ ধন্যবাদ জানাই অনুষ্ঠান আয়োজনের জন্য মাঠ ব্যবহার করার অনুমতি প্রদানের জন্য বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ও গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়কে।