সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিশু একাডেমি চট্টগ্রাম জেলার উদ্যোগে মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ১৬ ডিসেম্বর সোমবার বিকেলে শিশুদের নিয়ে চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
শিশু একাডেমি চট্টগ্রাম জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ মোছলেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ শরীফ উদ্দিন।
একাডেমির বিভিন্ন বিভাগের প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী ও অভিভাবকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে আলোচনা সভার পূর্বে শিশু শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত মুক্তিযুদ্ধভিত্তিক ভিত্তিক চিত্রাংকনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরীফ উদ্দিন। সবশেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন, বৈষম্যমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে লক্ষ প্রাণের বিনিময়ে আজকের এই বিজয় অর্জিত হয়েছিল। তারই ধারাবাহিকতায় বৈষম্যমুক্ত চেতনায় ২০২৪ সালের এ গণঅভ্যূত্থান। সুতরাং বৈষম্য ও শোষণমুক্ত বাংলাদেশ গড়া আজকের এ দিনে আমাদের প্রত্যাশা।
চট্টগ্রাম শিশু একাডেমিতে মহান বিজয় দিবস পালন
অনলাইন ডেস্ক