“স্বাধীনতা এনেছি,সংস্কার আনব” এই প্রতিপাদ্য বিষয়ে চট্টগ্রামের ফটিকছড়ি বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিজ্ঞান ক্লাবের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২ ডিসেম্বর উপজেলা প্রশাসনের সহযোগীতায় বিজ্ঞান ক্লাবের শুভ উদ্বোধন ও আলোচনা সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আকিব হাসান মাহির সভাপতিত্বে অতিথি ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা ও কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। অনুষ্ঠানে উপজেলার কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দসহ সংশ্লিষ্ট সকল উপস্থিত ছিলেন।
পরবর্তী কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমা, ও খান তালাত মাহমুদ রাফি ফটিকছড়ি উপজেলার সদরে অবস্থিত ২০ শয্যা হাসপাতালে পরিদর্শন করে হাসপাতালটিকে স্থানীয় ব্যাবস্থাপনায় মা ও শিশু হাসপাতালে রুপান্তর করার জন্য করনীয় বিষয়ে আলোচনা করেন। এ এসময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আরেফিন আজিম উপস্থিত ছিলেন। উল্লেখ্য,কেন্দ্রীয় মুখপাত্র উমামা ফাতেমার গ্রামের বাড়ি ফটিকছড়ি হারুয়ালছড়ি ইউনিয়নে।