চট্টগ্রাম বন্দরে জাহাজের ক্রেনের হুক ছিঁড়ে পড়ে যাওয়া কন্টেনারে দুইজন আহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় বন্দরের জেনারেল কার্গো বার্থের ১১ নম্বর জেটিতে জাহাজ থেকে খালাসের সময় হুক ছিঁড়ে একটি কন্টেনার নিচে পড়ে দুইজন গুরুতরভাবে আহত হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে সূত্র জানিয়েছে।
সূত্র জানায়, রোববার বন্দরের ওই জেটিতে নোঙরকৃত মাকর্স ঢাকা নামের একটি জাহাজ থেকে কন্টেনার খালাস করা হচ্ছিল। উপর থেকে কন্টেনার নামানোর সময় আচমকা আচমকা জাহাজটির ৩ নম্বর ক্রেণের হুক ছিঁড়ে কন্টেনারটি নিচে পড়ে।
এ সময় কাজ তদারকিতে থাকা বার্থ অপারেটর এভারেস্ট পোর্ট সার্ভিস লিমিটেডের দুইজন কর্মচারী গুরুতরভাবে আহত হয়েছেন। তাদেরকে দ্রুত বন্দর হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।
চট্টগ্রাম বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক দুর্ঘটনার কথা স্বীকার করে বলেন, আহত দুজনের দ্রুত চিকিৎসা নিশ্চিত করা হয়েছে।
চট্টগ্রাম বন্দরে জাহাজের ক্রেনের হুক ছিঁড়ে আহত ২
অনলাইন ডেস্ক