মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
spot_img

গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সংস্কার কার্যক্রম পরিচালনা করতে হবে : আমীর খসরু

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রকে টেকসই করতে প্রতিনিয়ত জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি নাগরিক সমাজ, সব ধরনের পেশাজীবী এবং সর্বস্তরের জনগণসহ এদেশে বসবাসকারি বিভিন্ন শ্রেনী-পেশার নাগরিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সংস্কার অবশ্যই প্রয়োজন এবং এ বিষয়ে দ্বিমত পোষণেরও কোনো অবকাশ নেই – উল্লেখ করে তিনি বলেন, তবে তা হতে হবে গণতান্ত্রিক উপায়ে। চলমান সংস্কার প্রক্রিয়ায় কেবল ভোট দিয়ে গণতন্ত্র নিশ্চিত করা যাবে না বলেও বিএনপি’র এই নেতা মন্তব্য করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী আজ রোববার রাজধানীর মহাখালীস্থ ‘ব্র্যাক সেন্টারে’ বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ’র (সিপিডি) তিন দশক (৩০ বছর) পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি প্রায় ৭ টি সংস্কার কমিটি গঠন করেছে। তবে হঠাৎ করে সংস্কারগুলো দেশের জন্য দরকার মনে করলেই ভালো কাজ হয়ে যাবে, এমনটা কিন্তু নয়। সংস্কারগুলো অবশ্যই টেকসই হতে হবে।

অন্যান্যের মধ্যে সিপিডি’র ফেলো ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. রওনক জাহান এবং ‘ডেইলি স্টার’র সম্পাদক মাহ্ফুজ আনাম অনুষ্ঠানে বক্তৃতা করেন।

রওনক জাহান বলেন, ‘ভবিষ্যতে আমাদের দেশে এমন একটা গণতান্ত্রিক পরিবেশ থাকবে বলে আশা করি, যাতে সিপিডি নির্ভয়ে সব কাজের আলোচনা-সমালোচনা করতে পারে। আমাদের দেশে গণতান্ত্রিক আবহের সাথে বহুমতের প্রতি শ্রদ্ধাশীলতাও থাকতে হবে।’

মাহ্ফুজ আনাম বলেন, গত ১৫ বছরে মুক্তচিন্তাকে সবচেয়ে বেশি আঘাত করা হয়েছে এবং গণমাধ্যমের গলা চেপে ধরা হয়েছে, যা ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের অন্যতম কারণ।

এই অনুষ্ঠানে পূর্বে ধারণ করা একটি ভিডিও প্রদর্শন করা হয়। যাতে তুলে ধরা হয়েছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য।

সিপিডি’র নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সিপিডি’র চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।

এছাড়াও, মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র (এমসিসিআই) পরিচালক নিহাদ কবির এবং বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সংহতির সভাপ্রধান তাসলিমা আখতার অনুষ্ঠানে বক্তৃতা করেন।

এই বিভাগের সব খবর

অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার আপিলের রায় আগামীকাল

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাড়িয়ে হাইকোর্টের দেওয়া ১০ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আপিলের ওপর শুনানি...

ইসরাইল ধ্বংস করেছে গাজার শিক্ষা ব্যবস্থা

সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই বলেছেন, গাজার শিক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ইসরাইল। এছাড়া তিনি আফগানিস্তানে তালেবান শাসনকে বৈধতা...

বিভিন্ন স্কিল ডেভলেপমেন্ট তরুণ প্রজন্মকে এগিয়ে রাখবে

চট্টগ্রাম জেলা পরিষদ কর্তৃক পরিচালিত ২০২১–২০২৩ অর্থ বছরে বরাদ্দকৃত দারিদ্র্য নিরসন ও নারী উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আওতায় মোটর ড্রাইভিং প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও...

সর্বশেষ

অরফানেজ ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার আপিলের রায় আগামীকাল

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা বাড়িয়ে হাইকোর্টের দেওয়া...

ইসরাইল ধ্বংস করেছে গাজার শিক্ষা ব্যবস্থা

সবচেয়ে কম বয়সে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই...

বিভিন্ন স্কিল ডেভলেপমেন্ট তরুণ প্রজন্মকে এগিয়ে রাখবে

চট্টগ্রাম জেলা পরিষদ কর্তৃক পরিচালিত ২০২১–২০২৩ অর্থ বছরে বরাদ্দকৃত...

দুর্যোগকালে রেড ক্রিসেন্টের ভূমিকা প্রশংসনীয়: মেয়র ডা. শাহাদাত

প্রাকৃতিক দুর্যোগ কিংবা মানবিক সংকটের কোনো পরিস্থিতিতে মানুষের পাশে...

সাবেক ভূমিমন্ত্রী জাবেদের আরামিট সিমেন্টের ব্যাংক হিসাব স্থগিত

খেলাপি ঋণের একটি মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী...

চট্টগ্রামে চিন্ময় কাণ্ডের আসামি ৬৩ আইনজীবীর জামিন: বাদীপক্ষের বিক্ষোভ

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনকে ঘিরে...