লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের প্রতিষ্ঠা বার্ষিকী, ফ্যামিলী নাইট ও সার্ভিস প্রোগ্রাম গত ২৩ নভেম্বর স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন কোহিনূর কামাল। বিশেষ অতিথি ছিলেন ১ম ভাইস জেলা গভর্নর লায়ন মোছলেহ উদ্দিন আহমেদ অপু, ২য় ভাইস জেলা গভর্নর লায়ন মো. কামরুজ্জামান লিটন। সম্মানিত অতিথি ছিলেন পিডিজি ফোরামের সভাপতি লায়ন এম. এ মালেক, লায়ন নাজমুল হক চৌধুরী এমজেএফ, একুশে পদকপ্রাপ্ত লায়ন রফিক আহমেদ, লায়ন সিরাজুল হক আনসারী, লায়ন এস. এম শামসুদ্দিন, লায়ন এস. এম শামসুদ্দিন, লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী, লায়ন রোকেয়া হাসান।
ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন ক্লাব সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়া। লায়ন জাহেদ হোসেন ও লায়ন উম্মে হাবিবার যৌথ সঞ্চালনায় পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন লায়ন মো. মুছা। আনুগত্যের শপথ পরিচালনা করেন লায়ন আনহার বিনতে ইউনুছ। স্বাগত বক্তব্য রাখেন লায়ন একেএম. শওকত হাসান খান। বক্তব্য রাখেন লায়ন মো. আহসান, লায়ন রোকেয়া হক, লায়ন একরামুল হক ভুইঁয়া, লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, লায়ন লোকপ্রিয় বড়ুয়া, লায়ন এম. এন ছাফা, লায়ন নুরুল আকবর কাজল, লায়ন মো. হাবিবুর রহমান, লায়ন ডা. দিবাকর বড়ুয়া, লায়ন শোভিত বিকাশ বড়ুয়া, লায়ন শহীদুল ইসলাম শহীদ প্রমুখ। এছাড়া ডিজি টিম, গেট টিম, জিএমটি টিম, বিভিন্ন ক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কেক কাটা, হুইলচেয়ার প্রদান, ক্যান্সার আক্রান্ত মৃতব্যক্তির পরিবারকে আর্থিক সহায়তা প্রদান, নতুন লায়ন সদস্যদের শপথ ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
চিটাগাং কর্ণফুলী এলিট লায়ন্স ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন
অনলাইন ডেস্ক