চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন সাংবাদিক হাউজিং সোসাইটির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে এক মতবিনিময় সভা গত ২২শে নভেম্বর সোসাইটির কার্যালয়ে সভাপতি এডভোকেট সাংবাদিক সুখময় চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক মোহাম্মদ নওশাদ চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক মোহাম্মদ সিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক শতদল বড়ুয়া, মোশাররফ হোসেন, ইরফান রেজা খান, চট্টগ্রাম সাইন্স এন্ড টেকনোলজির অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মাহবুবুল আলম, মোহাম্মদ মোস্তফা কামাল, অধ্যাপক শামসুল আলম তালুকদার, ব্যাংকার টিটন ঘোষ, চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-প্রচার সম্পাদক মাহবুবুর রহমান, মোহাম্মদ আলমগীর শিকদার, মোহাম্মদ জিয়াউল করিম (সাগর), মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ মজিবুর রহমান, মোহাম্মদ আবদুল মান্নান, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ সোলায়মান, মোহাম্মদ ইদ্রিস মিয়া, মোহাম্মদ বোরহান, মোহাম্মদ আলমগীর, হানিফ খন্দকার, ওরুপ শর্মা চৌধুরী, মোহাম্মদ আলী রুমি সুমন, মোহাম্মদ সানাউল্লাহ, এছাড়াও এলাকার স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি মোহাম্মদ আরিফুর রহমান তার বক্তব্যে এলাকার আইন শৃঙ্খলা উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান শেষে তিনি সোসাইটির নিরাপত্তা কমীদেরকে বাঁশি, লাঠি ও ইউনিফর্ম প্রদান করেন।