বাঁশখালীতে বিদেশি মদসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় শীলকূপ ইউনিয়নের ইউনিয়নের মনকিচর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে শীলকূপ ইউনিয়নের মনকিচর এলাকার গোন্নার বাড়ির উত্তর পাশে রাস্তার ওপর অভিযান চালানো হয়। এ সময় তিন যুবকসহ কোটি টাকা মূল্যের বিদেশি মদ উদ্ধার করা হয়।
উদ্ধার করা মাদকদ্রব্য সাগরপথে এনে গণ্ডামারা কয়লাবিদ্যুৎ কেন্দ্রের জেটিঘাটে নামানো হয়।
গ্রেপ্তার তিনজন হলেন— চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার হাছনদণ্ডী গ্রামের কাজী পাড়া এলাকার জামাল আহমদের ছেলে শোয়েব হোসেন (৩০), ফেনী জেলার দাগনভূঞা উপজেলার দাগনভূঞা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মুন্সী বাড়ি এলাকার আমিন উল্লাহর ছেলে হেমায়েত উল্লাহ ও গাইবান্ধা জেলার গাইবান্ধা সদরের মধ্য আনালের তারিখ এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৭)।
এ সময় তাদের কাছ থেকে ২৪ টি কালো কাঁচের বিদেশি মদের বোতল, ৮৭টি নীল রংয়ের সিরামিক কাঁচের বিদেশি মদের বোতল, ৯টি বড় লাল রংয়ের সিরামিক কাঁচের বিদেশি মদের বোতল, ৩টি ছোট লাল রংয়ের সিরামিক কাঁচের বিদেশি মদের বোতল, ২টি লাল ও সোনালী রংয়ের সিরামিক কাঁচের বিদেশি মদের বোতল, ৪০০ টি সিলভার ও নীল রংয়ের টিনের বিয়ার ক্যান, ১১৯ টি সবুজ রংয়ের টিনের বিয়ার ক্যান এবং ১টি কালো রংয়ের মাইক্রোবাস উদ্ধার করা হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, আসামিরা অবৈধপথে বিদেশি মদ চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে গণ্ডামারা এসএস পাওয়ার প্ল্যান্ট এর জেটিঘাটে এনে মাইক্রোবাস যোগে চট্টগ্রাম শহরে নিয়ে যাচ্ছে বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বাঁশখালীতে কোটি টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
অনলাইন ডেস্ক