নারী শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বুধবার চট্টগ্রামের মোটেল সৈকতে ইউএসএআইডি’স উইমেন থ্রাইভ প্রকল্প দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করে। এ চাকরি মেলায় গার্মেন্টস সেক্টরে চাকরি প্রত্যাশী প্রায় এক হাজার নারীকর্মী নিয়োগকর্তাদের সাথে সরাসরি সাক্ষাৎকার, কাউন্সেলিং ও নেটওয়ার্কিংয়ের সুযোগ পান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা খানম। বিশেষ অতিথি ছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, চট্টগ্রামের উপ–মহাপরিদর্শক শিপন চৌধুরী, পিভিএইচ কর্পোরেশনের কর্পোরেট সোশ্যাল রেস্পন্সিবিলিটি সিনিয়র অ্যাডভাইজার জিয়া হায়দার খান এবং প্যাসিফিক জিন্স গ্রুপের পরিচালক লুৎমেলা ফরিদ। আরো উপস্থিত ছিলেন কেয়ার বাংলাদেশের ইন্টেরিম ডেপুটি কান্ট্রি ডিরেক্টর প্রোগ্রাম, মেহরুল ইসলাম, পিপল অ্যান্ড কালচার বিভাগের পরিচালক জেহরা সিমিন ইসলাম রহিম এবং থ্রাইভ প্রকল্পের চিফ অফ পার্টি আমানুর রহমান।
মেলায় ফোর এইচ ফ্যাশনস, ক্লিফটন টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড, প্যাসিফিক জিন্স, দেশ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, বিডিজবসসহ দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং পেশাগত পরামর্শ প্রদানকারী বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন।