চট্টগ্রামে সিআরবিতে যৌথবাহিনীর অভিযানে দেশিয় অস্ত্র, মাদক, নগদ ১৫ লাখ টাকাসহ ৫ জনকে আটক করা হয়েছে।
বুধবার (২০ নভেম্বর) ভোর ৬ টায় সিআরবি যৌথবাহিনী এই অভিযান শুরু করে।
মূলত মাদক সম্রাজ্ঞী ইদুকে ধরতে এই অভিযান চালানো হয় বলে জানায় যৌথবাহিনী। দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় নেতৃত্ব দিচ্ছেন এই নারী।
অভিযানে তাকে বাসায় পাওয়া না গেলেও তার ঘর থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ মাদকদ্রব্য। এ সময় ইদুর বোন হিরুনিকে আটক করছে যৌথবাহিনী। এই অভিযানে মোট ৫ জনকে আটক করে যৌথবাহিনী। অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে যৌথবাহিনী।
সিআরবিতে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-মাদক ও ১৫ লাখ টাকা উদ্ধার, আটক ৫
অনলাইন ডেস্ক