শনিবার, ২১ জুন ২০২৫
spot_img

পটিয়ায় খামার থেকে ১৯ গরু চুরি, মূলহোতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

পটিয়া থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা গরু চোর চক্রের মূল হোতা মোঃ মুক্তার শাহ্ (৪০) কে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বদ্দারহাটস্থ কাঁচা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মুক্তার পটিয়া উপজেলার বড়লিয়া ইউনিয়নের বাড়ৈকারা শাহ্ বাড়ির মোঃ শামছুল ইসলাম ও মৃত নুর জাহান বেগম দম্পতির পুত্র।
জানা গেছে, গত ১২ নভেম্বর গভীর রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন ছালেহ নুর ডিগ্রি কলেজের সামনে এআরএইচ এগ্রো চৌধুরী ডেইরি ফার্ম থেকে ২০-২২ জনের সংঘবদ্ধ চোরের দল খামারের কেয়ার টেকার আবদুল মান্নানকে মারধর করে ১৯টি গরু চুরি করে ট্রাকে করে নিয়ে যায়। গরু নিয়ে যাওয়ার পথেই কেয়ারটেকারকে গাড়ি থেকে মাঝপথে নামিয়ে দেয় চোরের দল।

এ ঘটনায় খামারের মালিক হেলাল উদ্দিন চৌধুরী বাদি হয়ে গত ১৩ নভেম্বর রাতে পটিয়া থানা একটি মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয় সেই কেয়ারটেকার আবদুল মান্নানকে। তার আগে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আবদুল মান্নানকে আটক করে থানায় নিয়ে আসে। এসময় তার এলোমেলো কথাবার্তার সঙ্গে বাস্তবতার মিল না পাওয়ায় পুলিশ তাকে এ মামলায় প্রধান আসামি দেখিয়ে গত ১৩ নভেম্বর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনার ৫ দিনের মাথায় চোর চক্রের দলনেতা মো. মোক্তার শাহকে শনাক্তসহ তার অবস্থান নির্ণয় করে পুলিশ। সে সূত্র ধরে রোববার সন্ধ্যায় তাকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন বদ্দারহাটেে কাঁচাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এসময় আসামি মোক্তার ১৯টি বিদেশি জাতের গরু চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন।

জিজ্ঞাসাবাদে মোক্তার আরও জানায়, সে পটিয়া থানা এলাকাসহ আনোয়ারা, বাঁশখালী, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া এবং হাটহাজারী থানা এলাকা হতে দীর্ঘদিন ধরে গরু ও ছাগল চুরি করে আসছিল। সোমবার সকালে পটিয়া সিনিয়র জুডিসিয়াল আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নামজুন নুর বলেন, খামারের কেয়ারটেকার আবদুল মান্নানের সহযোগিতায় গত ১২ নভেম্বর গভীর রাতে সংঘবদ্ধ একটি আন্তঃজেলা চোরের দল ১৯টি গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা দায়ের হওয়ার পর আমরা কেয়ারটেকারকে প্রধান আসামি দেখিয়ে কারাগারে পাঠিয়েছি। এরপর খামারের সিসিটিভি ফুটেজ দেখে ও আসামিদের তথ্য প্রযুক্তির সহায়তায় আন্তঃজেলা গরু চোরচক্রের অন্যতম সদস্যকে গ্রেপ্তার করেছি। খুব শীঘ্রই অন্যান্য আসামিদের আইনের আওতায় আনা হবে।’

এআরএইচ এগ্রো চৌধুরী ডেইরি ফার্মের পরিচালক ও মামলার বাদি হেলাল উদ্দিন চৌধুরী বলেন, ‘আমার ডেইরি ফার্ম থেকে এবারসহ চার বার গরু চুরির ঘটনা ঘটেছে। ২০১৬ সালে ৪টি, ২০১৮ সালে ৬টি, ২০২২ সালে ৭টি এবং এবার গত ১২ নভেম্বর রাতে ১৯টি বিদেশি জাতের গরু চুরি করে নিয়ে যায় চোরের দল। কিন্তু দুঃখের বিষয় থানায় মামলা দায়ের করার পর এখনও পর্যন্ত কোনো গরু উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।’

এই বিভাগের সব খবর

বাংলাদেশকে ৫০ কোটি ডলার অর্থ সহায়তা অনুমোদন বিশ্বব্যাংকের

বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা বাড়াতে এবং আর্থিক খাতে সুশাসন ও স্থিতিশীলতা জোরদার করতে ৫০ কোটি মার্কিন ডলার অর্থ সহায়তা অনুমোদন করেছে বিশ্বব্যাংক। ‘স্ট্রেংথেনিং...

রিমান্ড শেষে সাবেক মন্ত্রী মোশাররফ ও চাখারী কারাগারে

সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং বাংলাদেশ পিপলস পার্টির (বিপিপি) চেয়ারম্যান বাবুল  সরদার  চাখারীকে  রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ঢাকার একটি...

রামগড় চা বাগানে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

২০ জুন শুক্রবার রামগড় চা বাগান বাজার টিলা এলাকায় বিকেল ৩টায় ত্রিপুরা ছাত্র ও যুব কমিটির আয়োজনে এক ব্যতিক্রমী শিক্ষা সহায়তা ও সচেতনতামূলক সভা...

সর্বশেষ

বাংলাদেশকে ৫০ কোটি ডলার অর্থ সহায়তা অনুমোদন বিশ্বব্যাংকের

বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা বাড়াতে এবং আর্থিক...

রিমান্ড শেষে সাবেক মন্ত্রী মোশাররফ ও চাখারী কারাগারে

সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং বাংলাদেশ...

রামগড় চা বাগানে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

২০ জুন শুক্রবার রামগড় চা বাগান বাজার টিলা এলাকায়...

রামগড়ে ভাঙা সড়ক মেরামতে বিএনপির স্বেচ্ছাশ্রম

দীর্ঘদিন ধরে ভাঙা ও কাদাযুক্ত রামগড়-ফেনী আঞ্চলিক সড়কের গুরুত্বপূর্ণ...

চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু

চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত আরো একজনের মৃত্যু হয়েছে। এ...

ফটিকছড়িতে গৃহবধূর লাশ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে সাজু আকতার (২৭)নামে এক গৃহবধূর গলায় ফাঁস...