চট্টগ্রামে ডেঙ্গুতে আজ এক নারীর মৃত্যু হয়েছে। নতুন করে আরো ২৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের ডেঙ্গু কন্ট্রোল রুম আজ দুপুরে জানিয়েছে, নগরীর হালিশহর এলাকার ৪৭ বছর বয়সী নাসিমা আকতারকে ৯নভেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু ঘটে। এ নিয়ে চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ৩৫ জনের মৃত্যু হলো।
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন ২৫ রোগী। এর মধ্যে সরকারি হাসপাতালে ২২জন এবং বেসরকারি হাসপাতালে তিনজন। সরকারি হাসপাতালের ২২ রোগীর মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১৩, ফৌজদারহাট বিআইটিআইডি’তে তিন, ও বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন। ফলে চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৬২ জনে। এদের ২ হাজার ৯৪১ জন সরকারি হাসপাতালে এবং ৬২১ জন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। সরকারি-বেসরকারি মিলিয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৪০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ হাজার ৪২২ জন।
চট্টগ্রামে ডেঙ্গুতে মৃত্যু ১, নতুন আক্রান্ত ২৫
অনলাইন ডেস্ক