ফটিকছড়িতে বিভিন্ন প্রকল্প উদ্ভোধন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম। বৃহস্পতিবার( ১৪ নভেম্বর) দুপুরে উপজেলার পাইন্দং ইউনিয়নস্থ ডলু সরকারী আশ্রয়ন প্রকল্পে স্থাপিত ডলু স্বপ্নযাত্রা প্রাথমিক বিদ্যালয়ের ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গনে সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডিসি ফরিদা খানম।
উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক রেজাউল করিমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পাইন্দং ইউপি চেয়ারম্যান মো. ছরোয়ার হোসেন স্বপন। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মো.মেজবাহ উদ্দিন, উপজেলা প্রকৌশলী তন্ময় নাথ, শিক্ষানুরাগী মোঃ মাসুদুর রহমান। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা ও ক্রীডা সামগ্রী বিতরণ করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসক উপজেলা পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত শহিদ মিনার উদ্বোধন,উপজেলা পরিষদ গনমিলনায়তনে বিভিন্ন পেশাজীবীদের সাথে মতবিনিময় সভা,জহুরুল হক হল রুমে চা শ্রমিকদের মাঝে ঘর হস্তান্তর ও আর্থিক অনুদান প্রদান এবং বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে বীজ, সার বিতরণ করেন।