পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নবাসীর সাথে মতবিনিময় সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, পীর আউলিয়ার চট্টগ্রাম আমাদের প্রাণের শহর। এই শহরে ৭০ লাখ মানুষের বসবাস। আমরা সবাই মিলে একযোগে শহরকে সুন্দর করে গড়ে তুলতে চাই। একটা পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে চাই। এজন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বিগত আওয়ামী লীগ শাসনামলে এত মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের পরও একজন কর্মীও বিএনপির আদর্শ থেকে বিচ্যুত হননি।
এসময় উপস্থিত ছিলেন ছনহরা ইউনিয়ন বিএনপির সভাপতি দিদারুল আলম সিকদার, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক মোঃ জামাল উদ্দিন, পটিয়া উপজেলা বিএনপির সদস্য মোঃ ইলিয়াছ মিয়া প্রমুখ।
মেয়র ডা. শাহাদাতের সাথে ছনহরা ইউনিয়নবাসীর মতবিনিময়
অনলাইন ডেস্ক