চট্টগ্রামের অন্যতম শীর্ষস্থানীয় সংগঠন স্বাধীন সৃজনশীল জ্ঞান চর্চা কেন্দ্রের উদ্যোগে জুলাই-আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থান আমাদের প্রেরণা- ‘দ্রোহে আসুক মুক্তি’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান গত ৯ নভেম্বর ২০২৪ ইং শনিবার সন্ধ্যা ৭ টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হয়। স্বাধীন সৃজনশীল জ্ঞান চর্চা কেন্দ্রের সিনিয়র ভাইস চেয়ারম্যান, প্রাবন্ধিক, কবি জহিরুদ্দিন মো. ইমরুল কায়েস এর সভাপতিত্বে দ্রোহে আসুক মুক্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানের নায়ক, নতুন বাংলাদেশ এর বীরযোদ্ধা তারুণ্যের অহঙ্কার তালাত মাহমুদ রাফি।
বক্তব্য রাখেন কথাসাহিত্যিক, সাংবাদিক কবি হাফিজ রশিদ খান, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী, চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদ এর সভাপতি মো. সাহাব উদ্দীন হাসান বাবু, চট্টাগ্রামের অতিরিক্ত জেলা জিপি ও স্বাধীন সৃজনশীল জ্ঞান চর্চা কেন্দ্রের সিনিয়র সদস্য এডভোকেট মো. নূরুদ্দিন আরিফ চৌধুরী ও জেনারেল সেক্রেটারি হাজী মোঃ আনোয়ার হোসেন, রাশেদ ইবনে ফরিদ চৌধুরী, সিনিয়র এসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি এস.এম আজাদ, আবৃত্তি শিল্পী মিশফাক রাসেল, শহীদুল আলম নিন্টু, হাজী মোঃ বেলাল মিয়া, আহসান উল কবির চৌধুরী মুন্না, মো. ইসমাইল হোসেন নিশান, মোশাররফ হোসেন, শহীদুল ইসলাম, সোহাগ খান, হামিদুল হক চৌধুরী, তৌফিকুর রশীদ তুরিন, সেলিম উদ্দিন সেলিম, শাহাদাত হোসেন রাজীব, মাসুদ আলম, শহীদুল আলম কুট্টি, জাবেদ হোসেন, ডাঃ রাহাদ উদ্দিন।
উদ্বোধক তালাত মাহমুদ রাফি বলেন, দেশ ও জনগণের অধিকার রক্ষায় দেশীয় সংস্কৃতি বান্ধব পরিবেশ তৈরি করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পরবর্তী সময়ে বিভিন্ন অনৈতিক, অনিয়ম, দুর্নীতি বন্ধ করে মানুষের জীবনযাত্রার মানকে সমুন্বত রাখার জন্য বর্তমান অর্ন্তবর্তীকালীন সরকার সংস্কারকে প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে স্বপন দাশের পরিচালনায় দলীয় নৃত্য পরিবেচন করেন ঘুঙুর নৃত্য একাডেমির শিল্পীরা এবং আবৃত্তি পরিবেশনা করেন মিশফাক রাসেল এর পরিচালনায় নরেন আবৃত্তি একাডেমির শিল্পীরা। সম্পূর্ণ অনুষ্ঠান পরিচালনা করেন স্বাধীন এর সহ সাহিত্য বিষয়ক শাহাব উদ্দিন শিহাব।