চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলামের ছোট ছেলে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। রোববার দুপুর ১২টার দিকে বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের পূর্ব বড়ঘোনা গ্রামে মো. তামীম ইকবাল সামিদ (৭) নামে ওই শিশুর মৃত্যু হয়।
সামিদ স্থানীয় নুরানি মাদ্রাসার ছাত্র ছিল।
পরিবার সূত্র জানায়, বাড়ির উঠানে খেলতে গিয়ে শিশুটি পুকুরে পড়ে যায়। খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির লাশ পুকুরে ভাসতে দেখে তাকে উদ্ধার করে ডাক্তারের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাদ মাগরিব জানাজা শেষে পারিবারিক কবরস্থানে শিশুটিকে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক নজরুল ইসলামের ছেলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম প্রেস ক্লাব কর্তৃপক্ষ। এক শোক বার্তায় প্রেস ক্লাব সভাপতি সালাহউদ্দিন মো. রেজা এবং সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।