শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪
spot_img

সাবেক মন্ত্রী, এমপি ও মেয়রসহ ২৬৫ জনের বিরুদ্ধে সদরঘাট থানায় মামলা

অনলাইন ডেস্ক

গত ৪ আগস্ট চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন সিটি কলেজ ও ইসলামিয়া কলেজ সড়কে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলসহ ২৬৫ জনের নামে এবং ৫০০-৬০০ জন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) রাত ৯ টার দিকে সিএমপির কোতোয়ালি থানায় এ মামলা করেন নগরীর ডবলমুরিং মিস্ত্রি পাড়ার মোহাম্মদ মোমেন হোসেন জয় (৩৩)।

মামলার সত্যতা নিশ্চিত করেছেন সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজ আহমদ। যার থানা মামলা নং-০১। মামলাটি তদন্ত করবেন এসআই মো. কামরুজ্জামান।

মামলায় উল্লেখযোগ্য অন্য আসামিরা হলেন-সাবেক চসিক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী, সাবেক মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক এমপি ও সিডিএ চেয়ারম্যান আব্দুস ছালাম, কুমিল্লার সাবেক সিটি মেয়র তাহসিন বাহার সূচনা, সাবেক এমপি মজিবুর রহমান, সাবেক এমপি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাবেক এমপি শামসুল হক, সাবেক এমপি মোস্তাফিজুর রহমান, সাবেক এমপি মহি উদ্দিন বাচ্চু, সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী, মহিলা আওয়ামী লীগের নেত্রী রিজিয়া রেজা চৌধুরী, সাজেদা সুরাতসহ প্রমুখ।

মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট সকাল ১১ টার দিকে অভিযুক্ত আসামিরা সদরঘাট থানাধীন সিটি কলেজের সামনে থেকে ইসলামিয়া কলেজের মোড়সহ আশেপাশের অলি-গলি হতে তাঁদের হাতে থাকা বাঁশের লাঠি, কাঠের লাঠি, ইট-পাথর, লোহার রড ও আগ্নেয়াস্ত্রসহ সজ্জিত হয়ে রাস্তায় অবস্থান করে এলোপাতাড়ি ভাবে গুলি-বর্ষণ করতে থাকেন।

পরে ছাত্র-জনতার শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলের গতিরোধ করে আসামীগণের হাতে থাকা, অস্ত্র, লাটিসোটা, হকিস্টিক দ্বারা এলোপাতাড়ি বেধড়ক মারধর করে মিছিল ছত্রভঙ্গ করেন। জনসাধারণের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেন। এছাড়াও এরা পরস্পর যোগসাজসে পূর্বপরিকল্পিতাবে দেশীয় ও বিদেশি অস্ত্র-শস্ত্র নিয়ে অতর্কিতভাবে হামলা করে মিছিল ছত্রভঙ্গ করে ছাত্রজনতাকে ধাওয়া করেন।

এতে ঘটনাস্থলে থাকা দোকানদার-কর্মচারীদের ও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মকর্তাসহ শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণকারী ছাত্র-জনতা ও সাধারণ জনমানুষের মনে ভীতি সঞ্চারের জন্য সড়কের উপর বাস, সিএনজি ও মোটর সাইকেল ও বাস ভাংচুর করিয়া আগুন ধরিয়ে দিয়ে আনুমানিক ১০ কোটি টাকার অধিক ক্ষতিসাধন করেন। একাধিকজনকে আহত করেন।

এ প্রসঙ্গে সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রমিজ আহমদ বলেন, ‘সাবেক তিন মন্ত্রী, একাধিক সাবেক সংসদ সদস্য ও সিটি মেয়রসহ ২৬৫ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। এতে অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এই বিভাগের সব খবর

মিথ্যা-প্রতিহিংসামূলক মামলা আদালতের মাধ্যমে শেষ হলে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

লন্ডন থেকে সস্ত্রীক দেশে ফিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, মিথ্যা-প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার বা আদালতের মাধ্যমে শেষ হলে দেশে...

২০২৫ সালের এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্রিল

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের ২০২৫ সালের পরীক্ষা শুরু হবে ১০ এপ্রিল। চলবে ৮ মে পর্যন্ত। এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণমান এবং পূর্ণ সময়ে...

মানুষকে সচেতন করতে পারলেই জলবদ্ধতার সুফল মিলবে : মেয়র শাহাদাত

শুধু নালা খাল পরিস্কার করলেই হবে না। নগরবাসীকে সচেতন করতে পারলেই জলবদ্ধতার সুফল পাওয়া যাবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা....

সর্বশেষ

মিথ্যা-প্রতিহিংসামূলক মামলা আদালতের মাধ্যমে শেষ হলে ফিরবেন তারেক রহমান: মির্জা ফখরুল

লন্ডন থেকে সস্ত্রীক দেশে ফিরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)...

২০২৫ সালের এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্রিল

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের ২০২৫ সালের পরীক্ষা...

মানুষকে সচেতন করতে পারলেই জলবদ্ধতার সুফল মিলবে : মেয়র শাহাদাত

শুধু নালা খাল পরিস্কার করলেই হবে না। নগরবাসীকে সচেতন...

জন সচেতনতাই ডেঙ্গু ও চিকুনগুনিয়া থেকে মুক্তির পথ: মেয়র ডা. শাহাদাত

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিই সবচেয়ে কার্যকর উপায়...

চট্টগ্রামে বিজয় মেলায় ক্রেতাদের পছন্দ মৃৎশিল্প সামগ্রী 

চট্টগ্রামের কাজীর দেউরী শিশু পার্কে শুরু হয়েছে মুক্তিযুদ্ধের বিজয়...

শাহ আমানত বিমান বন্দর কর্মীর মরদেহ উদ্ধার 

চট্টগ্রাম নগরের পতেঙ্গা লিংক রোড এলাকা থেকে এক হেফাজত...