লায়ন্স ক্লাব অব চিটাগাং মেট্টোপলিটনের মাসিক সাধারণ সভা ও বোর্ড সভা নগরীর পাঁচলাইশস্থ
একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন মিজানুর রহমান। ক্লাব সেক্রেটারী লায়ন আকলিমা আক্তারের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন সিনিয়র গর্ভণর এডভাইজর লায়ন মাহাবুবুল হক খান, গর্ভণর এডভাইজর লায়ন জাহাঙ্গীর মিয়া, রিজিওন চেয়ারপার্সন লায়ন হাসান আকবর, রিজিওন চেয়ারপার্সন লায়ন মোরশেদুল হক চৌধুরী, জোন চেয়ারপার্সন লায়ন বিজয় শেখর দাশ, সহ-সভাপতি লায়ন কাঞ্চন মল্লিক, সহ-সভাপতি নুরুল আজাদ, ট্রেজারার লায়ন রফিকুল হাসান মানিক, লায়ন মোহাম্মদ জহির, লায়ন মাহমুদা করিম, লায়ন আসিফ গণি, লায়ন আলমগীর হোসেন, লায়ন খালেদ রিসাদ, লায়ন মোস্তাফা নিজাম উদ্দিন, লিও প্রেসিডেন্ট সায়েদ হাসান তুহিন, লিও সেক্রেটারী এনামুল হক নয়ন, লিও গিয়াস উদ্দিন, লিও সোয়েব রাহি, লিও সাইফুল ইসলাম প্রমুখ।
উক্ত সভায় সুবিধা বঞ্চিত মানুষের মাঝে সেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন দিক নিদেশনা দেওয়া হয় এবং আগামী নভেম্বর ও ডিসেম্বর মাসে বেশকিছু সেবা কার্যক্রম করার সিদ্ধান্ত গৃহীত হয়।