অন্তবর্তী সরকারের দুর্যোগ ও ত্রাণ এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক বলেছেন, উপযুক্ত শিক্ষার কারনে আমরা ক্রমশই পিছিয়ে পড়ছি। শিক্ষা আমাদের অধিকার, এটা কারো কাছে চেয়ে নেয়ার বিষয় নয়। এটা রাষ্ট্রের দায়িত্ব।
শিক্ষা ব্যবস্থা করা শিক্ষা দেয়াটা রাষ্ট্রের দায়। রাষ্ট্র দিতে পারছেনা বলে নানা উদ্যোগ আয়োজনে ব্যক্তি পর্যায়ে সামষ্টিক পর্যায়ে নানা রকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। লক্ষ্য হচ্ছে জাতিকে শিক্ষিত করে গড়ে তোলা। সে অভিযাত্রায় আপনারা শামিল হয়েছেন। এলাকার কল্যাণ চেতনায় উদ্বুদ্ধ হয়ে এই স্কুলের সৃষ্টি হয়েছে। এটা শুধুমাত্র আমাদের বাড়ির জন্য নয়, এটা পুরো এলাকার জন্য। তবে স্কুলটির প্রতিষ্ঠার জন্য জায়গাটি গুল মোহাম্মদ চৌধুরী দিয়েছেন তাই তিনার নামে স্কুলটির নামকরণ করা হয়েছে।
রবিবার (০৩ নভেম্বর) বেলা একটার দিকে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের গুল মোহাম্মদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
এ সময় প্রধান অতিথি আরো বলেন, “আমরা এলাকা বাসিকে নিয়ে সম্মিলিতভাবে এই স্কুলটি পরিচালনা করব। এই স্কুলকে বহুমূখী কাজে ব্যবহার করা হবে। এটাকে সাংস্কৃতিক কেন্দ্র হিসেবেও ব্যবহার করা যাবে। এটাকে আমরা শুধু স্কুলে সীমাবদ্ধ রাখব না। এটাকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় করারও ইচ্ছে আছে। ”
চমেক এর প্রফেসর ডা.মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং মুজিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় আয়োজিত সভায় স্বাগত বক্তব্য রাখেন, মোরশেদুল ইসলাম চৌধুরী।
সভায় বিশেষ অতিথির বক্তব্যে আবুল হোসেন-জেবুন্নেছা ট্রাস্টের চেয়ারম্যান দানবীর আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলম বলেন, এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে উপদেষ্টার মতো দেশে এবং বিদেশে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে তার জন্য সকলকে এগিয়ে আসতে হবে।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, দিদারুল আলম চৌধুরী, সৈয়দ মেম্বার, এমরান হোসেন, আবদুল লতিফ সিদ্দিকী, মাহবুব আলম মাষ্টার,প্যানেল চেয়ারম্যান শফিউল আজম, জেবুন্নেছা ট্রাস্টের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,
ডাঃ মাহবুবুল আলম চৌধুরী, চবির হিসাব বিজ্ঞানের চেয়ারম্যান ড.মো.সেলিম উদ্দিন, বিসিবির পরিচালক মঞ্জুরুল আলম মঞ্জু, বিসিবির পরিচালক সাবেক ক্রিকেট খেলোয়াড় আকরাম খান, ডাঃ নেজাম মোর্শেদ চৌধুরী, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, শিক্ষা বোর্ডের চেয়ারম্যান রেজাউল করিম, সাবিনা আকরাম।
এতে সহকারী ভুমি কমিশনার, মডেল থানার ওসি মো: হাবিবুর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী জয়শ্রী দে, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোজিনা ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ, সহকারী অধ্যাপক ডাঃ সালাউদ্দিন সিদ্দিকী উজ্জল, মোরশেদুল ইসলাম চৌধুরী, দিদারুল আলম চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।