চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে গতকাল শনিবার অন্তঃবিভাগ ভবনের নীচতলায় হাসপাতালের নতুন প্যাথলজি ল্যাবের উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের প্রাক্তন চেয়ারম্যান লায়ন নজমুল হক চৌধুরী, বর্তমান চেয়ারম্যান লায়ন নাসিরউদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান লায়ন কামরুন মালেক, সেক্রেটারী লায়ন ডা. দেবাশীষ দত্ত, এসোসিয়েট সেক্রেটারী লায়ন এস এম আশরাফুল আলম আরজু, হাসপাতালের পরিচালক ডা. মো. মহিউদ্দিন, একাডেমিক ডিরেক্টর প্রফেসর ডা. প্রকাশ কুমার চৌধুরী এবং উপ–পরিচালক ডা. শাবানা সুলতানা প্রমুখ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটালে নতুন প্যাথলজির যাত্রা
অনলাইন ডেস্ক