সামাজিক উন্নয়ন সংস্থা সোসাইটি ফর ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভস (এসডিআই) এর ২০২৪-২৫ অর্থ বছরের কর্মপরিকল্পনা,বাজেট বিশ্লেষণ,বাজেট চুড়ান্তকরন এবং পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৯ ও ২০ অক্টোবর দুই দিন ব্যাপী ধামরাই এর সূতিপাড়ার এসডিআই ফার্মার ট্রেনিং সেন্টার (এফটিসিতে) উক্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন-এসডিআই এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক সামছুল হক।সভায় সভাপতিত্ব করেন এসডিআই এর উপ-নির্বাহী পরিচালক মোঃ আবু বকর সিদ্দিক।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এসডিআই এর পরিচালক কার্যক্রম মোঃ কামরুজ্জামান, পরিচালক সাধারন সোহেলিয়া নাজনিন হক,সহকারী পরিচালক উন্নয়ন মোঃ আশরাফ হোসেন। এছাড়াও এসডিআই এর সকল জোনাল ম্যানেজার,রিজিওন ম্যানেজার,প্রকল্প কর্মকর্তা ও কেন্দ্রীয় অফিসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বাজেটের উদ্দেশ্য এবং অর্জিত ফলাফলের খসড়া উপস্থাপন, বকেয়া আদায় পরিকল্পনা, ডিজিটাল লেনদেন এর পদ্ধতি বিষয়ে আলোচনা,বিকাশে কিস্তি পরিশোধ ও সমসাময়িক বিভিন্ন ইস্যু ভিত্তিক আলোচনা সহ বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়। এসডিআই এর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক সামছুল হক তার উদ্বোধনী ও সমাপনী বক্তব্যে বলেন যে কোন অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান যেমন ব্যাংক এর চেয়ে বেশী ঋন এনজিওর মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীর কাছে পৌঁছে। আমরা এনজিওর মাধ্যমে একজন ভিখারী থেকে শুরু করে সকল শ্রেনী পেশার মানুষকে ঋণ দিয়ে থাকি। কিন্তু ব্যাংকের মাধ্যমে এই সমস্ত লক্ষিত জনগোষ্ঠী ঋণ পায়না।অথচ দারিদ্র দূর করতে হলে তাদেরকেই ঋণ দেয়া জরুরী। অতএব এনজিওর অবদান অনস্বীকার্য।আর এই স্বীকৃতি পাওয়ার এখনই সময়, যেহেতু আমাদের রাষ্ট্র পরিচালনাকারী প্রধান উপদেষ্ঠা একটি ক্ষুদ্র ণনদানকারী প্রতিষ্ঠানের পরিচালক।
তিনি আরো বলেন এই বাজেট সঠিক ভাবে বাস্তবায়ন হলে মাঠ পর্যায়ে ঋন গ্রহীতাদের আর্থ সামাজিক উন্নয়ন বৃদ্ধি ও সামাজিক মর্যদা বৃদ্ধি পাবে।পাশাপাশি তাদের ব্যবসায়িক পরিধি বৃদ্ধি সহ উদ্যোক্তাদের উৎপাদন ক্ষমতা বাড়বে।সর্বোপরী তাদের অর্থনৈতিক নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে তাদের সন্তানদের লেখা পড়া নিশ্চিত করা সহ, তাদের স্বাস্থ্য ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন নিশ্চিত করবে এবং একটি সুখী ও সমৃদ্ধি শালী পরিবারের মতো জীবন উপভোগ করতে পারবে।তার জন্য ঋন গ্রহীতা ঋনের যথাযথ ব্যবহার নিশ্চিত করছেন কিনা তা আমাদের মনিটরিং করতে হবে।