চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত নগরীর বায়েজিদ বোস্তামী থানাস্থ কুঞ্জছায়া আবাসিক এলাকায় রাস্তা উপর দোকান স্থাপন করে জনসাধারনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৬০ হাজার টাকা জরিমানা আদায় করে। অভিযান পরিচালনা করেন চসিক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অপর এক অভিযানে স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন কুঞ্জুছায়া আবাসিক এলাকার ফুটপাতে নির্মাণ সামগ্রী রাখার অপরাধে এবং বিভিন্ন বাসা-বাড়ীর আঙ্গিনায় জমাটবদ্ধ পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় ৬ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটদ্বয়কে সহায়তা প্রদান করেন।