বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সন্দ্বীপ পৌরসভা শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম মামুন ফেরদৌস স্বপন এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর সন্ধ্যায় সন্দ্বীপ পৌরসভা কার্যালয়ের সামনে সন্দ্বীপ পৌরসভা ৪ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত স্মরনসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব মো: আলমগীর হোসেন ঠাকুর।
প্রধান বক্তা ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আজমত আলী বাহাদুর। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে সন্দ্বীপ পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বশার,সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম-আহবায়ক সাইফুর রহমান শামীম,সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম জহির, সন্দ্বীপ পৌরসভা বিএনপির যুগ্ম-আহবায়ক সাবেক কাউন্সিলর মোঃ নাজিম উদ্দীন,বিএনপির সিনিযর নেতা এয়ার বাংলা আনোয়ার হোসেন।সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ পৌরসভা ০৪ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি, মো: আকতার হোসেন,সভা সঞ্চালনা করেন পৌরসভা ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ আকরাম হাসান ও যুগ্ন সাধারন সম্পাদক মোঃ মনিরুল ইসলাম।
সভায় বক্তারা বলেন মামুন ফেরদৌস স্বপন ছিলেন দলের দুঃসময়ের নিবেদিত নেতা। নানা জেল, জুলুম অত্যাচার সহ্য করেও তিনি কখনো দল থেকে বিচ্যুৎ হননি বরং সাংগঠনিক কার্যক্রম তিনি আরো বাড়িয়ে দিয়েছিলেন। নিজের উপার্জনের স্বর্বশ্ব খুইয়ে তিনি দলীয় প্রচারনা চালাতেন। কিন্তু দল থেকে কখনো কোন সুবিধা পাননি। দলের এই আদর্শিক নেতার তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন করে আয়োজকরা অত্যান্ত উদারতার পরিচয় দিয়েছেন। আমরা তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পাশাপাশি এই নেতার মৃত্যুবার্ষিকীতে আমরা স্মৃতিচারণ করতে পেরে কিছুটা মানষিক স্বস্থি পাচ্ছি। আমরা মরহুম স্বপন ভাইকে স্রষ্টা যেন জান্নাতবাসী করেন সেই প্রার্থনা করছি|