বোয়ালখালীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন বোয়ালখালী উপজেলা জামায়াতে ইসলামী ১১ অক্টোবর (শুক্রবার) রাতে বোয়ালখালী উপজেলার আমীর ডা. খোরশেদ আলমের নেতৃত্বে জামায়াতে ইসলামীর একটা প্রতিনিধি দল বোয়ালখালীর বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে খোঁজখবর নেন।
প্রতিনিধি দলে আরো ছিলেন উপজেলার নায়েবে আমীর ডা. আবু নাছের, সেক্রেটারি ইমাম উদ্দিন ইয়াছিন, এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ আবদুল্লাহ, অর্থ সম্পাদক আব্দুল মান্নান, দপ্তর সম্পাদক মুহাম্মদ জাহাঙ্গীর আলম, পৌরসভার জামায়াত সেক্রেটারি আবুল মনসুর, সমাজকল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম খসরু, শাকপুরা শাখার আমীর নিজাম ফারুক, সেক্রেটারি সাজ্জাদ হোসাইন, কধুরখীল শাখার আমীর ফরিদ উদ্দিন, সাইদুল আলম, আহম্মদ হোসেন মেম্বার, আব্দুল ওয়াজেদ, সহ অনেকেই। এই সময় বৈষম্যহীন সৌহাদ্যপূর্ণ সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রেখে স্বাচ্ছন্দ্যের সাথে দুর্গোৎসব পালন করার আহ্বান জানান। পূজা উদযাপন কমিটির সার্বিক বিষয়ে খোঁজখবর নেন এবং নির্ভয়ে উৎসব পালনে সহযোগিতার জন্য আশ্বস্ত করেন জামায়াত নেতৃবৃন্দ।
জামায়াতে ইসলামীর সাম্প্রদায়িক সম্প্রীতির এমন দৃষ্টান্তে সন্তুষ্ট পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। ভবিষ্যতেও যেকোন দুর্দিনের প্রয়োজনে জামায়াতে ইসলামীকে আরো পাশে চান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা।