অন্তর্র্বতী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক আজ ১২ অক্টোবর শনিবার চট্টগ্রাম নগরীর প্রবর্ত্তক ইস্কন শ্রীকৃষ্ণ মন্দির, জেলার হাটহাজারী উপজেলারফরহাদাবাদ শীল বাড়ী পূজা মন্ডপ, পরিবর্তন সার্বজনীন পূজা মন্ডপ, ফতেয়াবাদ পল্লী সংগঠন সমিতি পূজা মন্ডপ, নিস্তারিনী কালী বাড়ি পূজা মন্ডপ, শ্রীশ্রী রাধাকৃষ্ণ জিউর মন্দির পূজা মন্ডপ, ফটিকা সার্বজনীন পূজা মন্ডপ, সোমপাড়া পূজা মন্ডপ, শীল পাড়া পূজা মন্ডপ, ফটিকছড়ি পৌরসভার অশ্বিনী মহাজনবাড়ি পূজা মন্ডপ ও ফটিকছড়ি উপজেলা কেন্দ্রীয় দুর্গা মন্দির পূজা মন্ডপ বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেছেন।
এসময় চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম উপদেষ্টার সাথে ছিলেন। প্রবর্ত্তক ইস্কন শ্রীকৃষ্ণ মন্দির পরিদর্শন শেষে শিশুদের মিষ্টিমুখ করান উপদেষ্টা ফারুক-ই-আজম বীর প্রতীক ও জেলা প্রশাসক ফরিদা খানম। পূজা মন্ডপ পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাদি-উর রহিম জাদিদ, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামান, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোজাম্মেল হক, সংশ্লিষ্ট উপজেলা সহকারী কমিশনার (ভূমি), প্রবর্ত্তক ইস্কন মন্দিরের অধ্যক্ষ, জেলা-উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
পূজা মন্ডপ পরিদর্শনকালে উপদেষ্টা ফারুক ই আজম বীর প্রতীক পূজা মন্ডপসমূহ সরেজমিনে পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলকে আনন্দ চিত্তে নির্বিঘ্নে পূজা উদযাপনের আহবান জানান।
প্রবর্ত্তক ইস্কন মন্দির ও হাটহাজারী-ফটিকছড়িতে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক ই আজম
নিজস্ব প্রতিবেদক