সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র ফোরাম এর আহবায়ক কমিটি গঠনকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মেহেরাব হোসেন কে আহবায়ক ও কামরুজ্জামান নিশাত কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয।পাশাপাশি ৫ সদস্য বিশিষ্ট একটি বিওডি কমিটি গঠন করা হয়।
গত ৪অক্টোবর রোজ শুক্রবার নগরীর নিউ মুনসুরাবাদে অবস্থিত এম.এ.আইটি ট্রেনিং সেন্টারে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সাবেক সহ সভাপতি নাসির উদ্দিন সাকিব।এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা লায়ন ইঞ্জিনিয়ার মো: মোমেন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মো: আরিফ, প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাকালীন সভাপতি ইঞ্জিনিয়ার জুয়েল আফসার রাইহান ও টেলিকনফারেসন্স বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক তাইনুল ইসলাম নিলয় ।
সভা সঞ্চালনা করে সাবেক প্রচার সম্পাদক কামরুজ্জামান নিশাদ। সভায় আগত অতিথিরা সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দিক নির্দেশনামুলক বক্তব্য প্রদান করেন। তাদের পরামর্শ ও উপস্থিত সকলের প্রস্তাব সমর্থনের মধ্য দিয়ে মেহেরাব হোসেন কে আহবায়ক ও কামরুজ্জামান নিশাত কে সদস্য সচিব নির্বাচিত করেছেন। ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক হিসাবে রয়েছেন অসিত মজুমদার,আবদুর রহমান আরমান,নাহিম হোসেন। এছাড়াও সদস্য হিসাবে আছে ইয়াসিন আরাফাত,জুবায়েদ ফাহাদ,আবদুর রহমান আশিক,মো: মেহেদী হাসান সামু,মানসুরুল হক,শিহাব উদ্দীন,জুনায়েদ মুরসালিন,কামরুল হোসেন রাজু,আবদুল হামিদ,জিহাদুর রহমান সহ জুয়েল আফছার রাইহান (প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি),ফজলুল করিম মান্না (সাবেক সভাপতি),তাইনুল নিলয় (সাবেক সাধারণ সম্পাদক),নাসির উদ্দিন সাকিব (সাবেক সহ-সভাপতি),নুরুল আমিন (সাবেক সহ সভাপতি) উল্লেখ্য ৫জুন ২০১৩ সাল থেকে সন্দ্বীপ উপজেলার শিক্ষার্থীদের চট্টগ্রামে সরকারি বেসরকারি পলিটেকনিকে অধ্যায়নরতদের নিয়ে সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ছাত্র ফোরাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ও সাবেক শিক্ষার্থীদের কমিউনিটি বৃদ্ধি, সন্দ্বীপে কারিগরি শিক্ষার প্রসার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে!