সন্দ্বীপ পৌরসভা বিএনপির ওয়ার্ড ভিত্তিক সাংগঠনিক কার্যক্রমকে সু-সংগঠিত করে পৌরসভা বিএনপিকে শক্তিশালী করতে পৌরসভা বিএনপির আহব্বায়ক কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর সকাল ১০ ঘটিকায় সন্দ্বীপ উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে উক্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন পৌরসভা বিএনপির আহব্বায়ক আহসানুল কবির রিপন তালুকদার। সভা সঞ্চালনা করেন পৌরসভা বিএনপির সদস্য সচিব মোঃ আবুল বশার।
সভা শুরুর প্রাক্কালে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতা কর্মীরা মিছিল নিয়ে বিএনপির উপজেলা কার্যালয়ে জড়ো হওয়ার পর সভার কার্যক্রম শুরু হয়। সভায় পৌর বিএনপির সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির উপর গুরুত্ব পুর্ন বক্তব্য রাখেন পৌরসভা বিএপির যুগ্ন আহবায়ক যথাক্রমে সাইফুর রহমান শামীম,সাবেক কাউন্সিলর নাজিম উদ্দিন, পৌরসভা বিএনপির যুগ্ন আহব্বায়ক মাহবুবুল আলম শিমুল,পৌরসভা বিএনপির যুগ্ন আহব্বায়ক মোঃ মাঈন উদ্দিন,আকতার হোসেন,পৌরসভা ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মোঃ আকরাম হাসান সহ পৌরসভা বিএনপির প্রতিটি ওয়ার্ডের সভাপতি,সাধারন সম্পাদক,পৌরসভা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল,শ্রমিক দলের বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় দীর্ঘ ১৫ বছর দলীয় নেতা কর্মীরা নির্যাতন, নিপীড়নের কারনে দলীয় কার্যক্রমে সক্রিয় অংশ গ্রহন না করতে পারলেও দলের দুঃসময়ে যারা সাহসী ভূমিকা রেখেছিলেন তাদের যথাযথ মুল্যায়নের মাধ্যমে দলের শক্তি বৃদ্ধি করতে সকলে জোড়ালো বক্তব্য রাখেন। সিনিয়র নেতৃবৃন্দরা সেই ভাবে অগ্রসর হবেন বলে সিদ্ধান্ত নেন।