প্রবন্ধ গবেষণায় সামগ্রিক অবদানের জন্য চট্টগ্রাম একাডেমি প্রবর্তিত শিল্পশৈলী পুরস্কার ২০২৪ পাচ্ছেন ড. মো. আবুল কাসেম। আগামী নভেম্বরে তাঁকে এ পুরস্কার দেওয়া হবে। পুরস্কার হিসেবে থাকছে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদ।
ড. মো. আবুল কাসেম ১৯৪৭ সালের ১২ নভেম্বর রাউজানে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের সাবেক অধ্যাপক এবং কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক উপাচার্য। বাঙালির ইতিহাস, ভাষাতত্ত্ব, সমাজবিজ্ঞান, সাহিত্য এবং চট্টলতত্ত্ব বিষয়ে তাঁর বহু গবেষণামূলক প্রবন্ধ দেশবিদেশের বিভিন্ন জার্নাল এবং পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। প্রকাশিত গ্রন্থের মধ্যে বাংলা সাহিত্যে মুসলিম স্বাতন্ত্র্যচেতনা (২০০৯), আত্মপরিচয়ের সন্ধানে বাঙালি মুসলমান (আধুনিক যুগ) ও বাংলা ভাষা বিষয়ক বিবিধ বিবেচনা (২০২৪) উল্লেখ্যযোগ্য।
২০২২ সালে প্রথমবার প্রবন্ধ-গবেষণায় সামগ্রিক অবদানের জন্য এ পুরস্কার পেয়েছিলেন ড. সুনীতিভূষণ কানুনগো, ২০২৩ সালে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষণায় অবদানের জন্য পেয়েছিলেন ডা. মাহফুজুর রহমান।
শিল্পশৈলী পুরস্কার পাচ্ছেন ড. আবুল কাসেম
অনলাইন ডেস্ক