ফটিকছড়ি উপজেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ (আরইআরএমপি-৩) শীর্ষক প্রকল্পে ১৮ টি ইউনিয়নের অস্থায়ী ভাবে কর্মরত ১৮০ জন দুস্থ নারীর মাঝে তাদের সঞ্চিত অর্থের চেক ও সনদ বিতরণ বুধবার সকালে উপজেলার শহিদ বীর মুক্তিযোদ্ধা শফিকুন নূর মাওলা (বীরপ্রতীক) গণমিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মোজাম্মেল হক চৌধুরী।
উপজেলা প্রকৌশলী তন্ময় নাথের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী প্রকৌশলী আবদুস ছালাম ও আতাউল্লাহ বক্তব্য রাখেন। উল্লেখ্য, নারী কর্মীরা ২০২০ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত এই প্রকল্পে কর্মে নিয়োজিত ছিল।