বোয়ালখালী জামায়াতে ইসলামীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২রা অক্টোবর (মঙ্গলবার) বিকেলে উপজেলা সদরের একটি রেষ্টুরেন্টে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডা.খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ইমাম উদ্দিন ইয়াছিন সঞ্চালনায় বক্তব্য রাখেন , বোয়ালখালী প্রেসক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম,সাধারণ সম্পাদক ইয়াছিন চৌধুরী, ডা.আধীর বড়ুয়া, এডভোকেট সেলিম চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামী নায়াবে আমীর ডা.আবু নাসের, অফিস সম্পাদক জাহাঙ্গীর আলম,মোহাম্মদ মোদ্দাচ্ছের,শাহীনুর কিবরিয়া মাসুদ, আব্দুল মান্নান,আবুল ফজল বাবুল এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বোয়ালখালী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক এস এম নাঈম উদ্দিন, অর্থ সম্পাদক প্রভাস চক্রবর্তী, প্রচার সম্পাদক জাহিদ হাসান, সদস্য শাহ আলম বাবলু, জামায়েত নেতা সাঈদুল ইসলাম,রফিকুল ইসলাম খসরু, আব্দুল মান্নান, প্রমূখ উপজেলা জামায়াত ইসলামী আমির ডা.খোরশেদ আলম বলেন,জামায়াতের নেতা কর্মীরা কোন অপরাধ করলে জনসম্মুখে বিচার করা হবে।