বান্দরবান জেলার লামা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ‘উত্তম মৎস্য চাষ অনুশীলন’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সভা কক্ষে দিন ব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে উপজেলার বিভিন্ন ইউনিযন থেকে অংশ গ্রহণ করেন ২০ জন মৎস্য চাষী। মঙ্গলবার অনুষ্ঠিত প্রশিক্ষণে বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের উপ-পরিচালক মামুনুর রহমান এতে প্রশিক্ষণ প্রদান করেন। উপজেলা মৎস্য অধিদপ্তরের ২০২৪-২৫ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় বলে জানান, বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল।