চট্টগ্রাম নগরীর অলংকারে ট্রাকচাপায় এক নারী গার্মেন্টস কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। আজ বুধবার সকাল সাড়ে ৯ টায় পাহাড়তলী থানাধীন অলংকার বিটেক মোড়ে রাস্তা পারাপারের সময় এই ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শীরা জানান, উল্টো দিক থেকে আসা চট্ট-মেট্রো ১১৪৬৮৬ একটি ট্রাক রাস্তা পারাপারের সময় অজ্ঞাত ওই গার্মেন্টর্স কর্মীকে চাপা দেয়। এতে ঘটনা স্থলে ওই নারীর মৃত্যু হয়।
চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূর আলম আশেক বলেন, আহত অবস্থায় দুইজন হাসপাতালে আনার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে একজন মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে বলে জানান।