লামা বন বিভাগ লামা ও আলীকদম উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণে চোরাই গোলকাঠসহ বনজদ্রব্য জব্দ করেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) ও এর আগের দিন রবিবার লামা বন বিভাগের একটি বিশেষ টহল দল এ অভিযান চালায়।
লামা সদর রেঞ্জ কর্মকর্তা আবুল খায়ের মো. আতা ইলাহী জানান লামা বিভাগীয় বন কর্মকর্তা আরিফুল ইসলামের নির্দেশে সোমবার ও এর আগের দিন রবিবার একটি বিশেষ টহলদল লামা ও আলীকদম উপজেলায় বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ছনের জীপগাড়ি,ও গোলকাঠ বোঝাই একটি জীপ গাড়ী ও একটি ট্রলি গাড়ি জব্দ করা হয়।
পৃথক পৃথক তিনটি অভিযানে জব্দকৃত বনজদ্রব্য ও তিনটি গাড়ীগুলো লামা রেঞ্জ হেফাজতে নেওয়া হয়েছে।
তিনি জানান এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং বন বিভাগের নিয়মিত অভিযানের অংশ হিসাবে উক্ত অভিযান অব্যাহত রয়েছে।