রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
spot_img

চট্টগ্রাম বন্দরে তেলের জাহাজ আগুন: দগ্ধ দুই জনের মরদেহ উদ্ধার

বশির আলমামুন চট্টগ্রাম
চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে নোঙর করা একটি তেলের জাহাজে (অয়েল ট্যাংকার) বিস্ফোরণের পর আগুন লাগার ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের নাম নাম সৌরভ কুমার সাহা। দুর্ঘটনায় তিনি দগ্ধ হয়ে মারা গেছেন। অপর ব্যক্তির নাম মো. হারুন। তবে দুর্ঘটনার পর থেকে তিন জন নিখোঁজ হওয়ার কথা বলছিলেন জাহাজটিতে থাকা লোকজন।
দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। তিনি বলেন, দুর্ঘটনাকবলিত জাহাজটির আগুন নিয়ন্ত্রণে আনার পর দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে। তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। লাশ দুটি কোস্টগার্ড ও নেভির তত্ত্বাবধানে আছে।
ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ হাসনাত জানান, ইস্টার্ন রিফাইনারির ডলফিন জেটিতে বিএসসির জাহাজ বাংলার জ্যোতিতে আগুন লেগেছে। আগুনে সৌরভ কুমার সাহা নামে একজন ডেক ক্যাডেট মৃত্যুবরণ করেছেন। তার বাড়ি ঝিনাইদহে। এ ছাড়াও দুর্ঘটনায় আরও কয়েকজন হতাহত হয়েছেন।
এর আগে সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের মবিলাইজিং অফিসার কপিল উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে নৌবাহিনী ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জলযান কাজ করেছে।
আগুন লাগা জাহাজটি বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন। নাম ‘বাংলার জ্যোতি’। এটি একটি অয়েল ট্যাংকার জাহাজ। পতেঙ্গা ইস্টার্ন রিফাইনারির সামনে ডলফিন জেটিতে নোঙর করা ছিল। জাহাজটি সাগরে নোঙর করে রাখা বড় ট্যাংকার থেকে তেল পরিবহন করে জেটিতে নিয়ে আসে। এরপর ইস্টার্ন রিফাইনারিতে তেল সরবরাহ করে। তবে দুর্ঘটনার সময় জাহাজটিতে তেল ছিল কি না বা থাকলেও কী পরিমাণ ছিল তা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানাতে পারেননি।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, ‘ডলফিন জেটিতে একটি জাহাজে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে বন্দরের জলযান পাঠানো হয়। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আছে

এই বিভাগের সব খবর

বাকলিয়ায় মধ্যরাতে দুই গ্রুপের মুখোমুখি, আটক ৬

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় দুই ওয়ার্ডের বস্তির তরুণদের মধ্যে উত্তেজনার খরব পেয়ে দ্রুত ঘটনাস্থলে পরিস্থিত নিয়ন্ত্রণ করলো সেনাবাহিনীর সদস্যরা। এ সময় ৬ জনকে আটক...

মা ইলিশ রক্ষায় নদীতে অভিযান চলছে

জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে নদীতে অভিযান চালাচ্ছে মৎস্য বিভাগ। জেলা মৎস্য কর্মকর্তা মো. বিল্লাল হোসেন বলেন, এ নিষেধাজ্ঞা...

শারদীয় দূর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে বোয়ালখালী উপজেলা জামায়াতে ইসলামী

বোয়ালখালীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন বোয়ালখালী উপজেলা জামায়াতে ইসলামী ১১ অক্টোবর (শুক্রবার) রাতে বোয়ালখালী উপজেলার আমীর ডা. খোরশেদ আলমের...

সর্বশেষ

বাকলিয়ায় মধ্যরাতে দুই গ্রুপের মুখোমুখি, আটক ৬

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় দুই ওয়ার্ডের বস্তির তরুণদের মধ্যে...

মা ইলিশ রক্ষায় নদীতে অভিযান চলছে

জাটকা সংরক্ষণ ও মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা...

শারদীয় দূর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে বোয়ালখালী উপজেলা জামায়াতে ইসলামী

বোয়ালখালীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গা পূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শন...

বোয়ালখালীতে দুর্গা পূজার বিভিন্ন মণ্ডপ পরিদর্শনে ইউএনও হিমাদ্রি খীসা

চট্টগ্রামের বোয়ালখালীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণে শারদীয় দুর্গাপূজা মণ্ডপ...

কুতুবদিয়ায় এলপিজিবাহী জাহাজে আগুন, জীবিত উদ্ধার ৩১

বঙ্গোপসাগরের কুতুবদিয়া চ্যানেলে বসুন্ধরার এলপিজি বহনকারী ‘সুফিয়া’ জাহাজের পর...

নাসিরাবাদ স্কুল প্রাক্তন ছাত্র সমিতির ফুটবলে চ্যাম্পিয়ন হাসলার, রানার আপ কেজিকে

নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির উদ্যোগে আয়োজিত...