কালুরঘাটে ফেরি দিয়ে কর্ণফুলী নদী পার হতে গিয়ে একটি যাত্রীবাহী সিএনজি চালিত অটোট্যাক্সি নদীতে পড়ে গেছে। তাৎক্ষণিক উপস্থিত লোকজন চালকসহ ৪ যাত্রীকে উদ্ধার করেছেন। তবে ট্যাক্সিটি পানিতে তলিয়ে গেছে।
গতকাল শনিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নদীর কালুরঘাটের পূর্বপ্রান্তে এ ঘটনা ঘটেছে। আহত হয়েছেন ট্যাক্সি চালক মো.সেলিম (৫০), যাত্রী খদিজা আকতার (৬৫), ডেইজি আকতার (৩২) ও সিহাম (৮)। তাদের বাড়ি বোয়ালখালী উপজেলার কধুরখীল ইমাম নগর গ্রামে বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মাসুদ আলম বলেন, পানিতে পড়ে যাওয়া শিশুটি সুস্থ আছে। তবে চালক ও দুই মহিলাকে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।