ইসলাম ধর্ম অবমাননা এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে কটূক্তির অভিযোগে মোকতার হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে চট্টগ্রামে মামলা হয়েছে।
আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবির চৌধুরীর আদালতে মামলাটি করেন ফটিকছড়ি উপজেলার ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফেজ মো. সাইফুদ্দিন।
এ বিষয়ে বাদীর আইনজীবী অ্যাডভোকেট নাসির উদ্দিন আহামদ খাঁন বলেন, আদালত বাদীর বক্তব্য গ্রহণ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে বলা হয়, গত ১৫ আগস্ট মো. হাসান ফেসবুক আইডিতে ৭ মিনিট ৩৭ সেকেন্ড বক্তব্য দেন। যাতে ইসলাম ধর্মের সম্মানহানি করা হয়েছে। ইসলাম ও ধর্মপ্রিয় মানুষের মধ্যে ধর্মীয় আঘাত করে মুসলিম সম্প্রদায়কে আক্রমণাত্মক উক্তি করেছেন। এছাড়া সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালমন্দ করেন। অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য ও যোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে উদ্দেশ্য করে অশালীন ও বেফাঁস কথা বলেন।
ড. ইউনূস ও নাহিদকে কটূক্তি, চট্টগ্রামে ছাত্রদল নেতার মামলা
অনলাইন ডেস্ক