বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(ক.) এর ৩৬ তম বার্ষিক ওরশ শরীফ মহান ২৬ আশ্বিন উপলক্ষে আশেকানে গাউছিয়া হক ভণ্ডারী নাজিরহাট শাখার উদ্যেগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর হাজী মোহাম্মদ ইউনুচের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন সমন্বয়কারক মোহাম্মদ আলমগীর আলম ও মাষ্টার মোহাম্মদ দিদারুল আলম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বটন কুমার দে,মোহাম্মদ হারুন,পাঁচ কড়ি নাথ,মোহাম্মদ আকরাম,মোহাম্মদ এয়াকুব,মোহাম্মদ আলী নেওয়াজ,মাষ্টার মোহাম্মদ আজিম উদ্দিন,আবু তৈয়ব,হারুন উর রশিদ,মোহাম্মদ বশর,মোহাম্মদ নাজিম উদ্দিন,মোহাম্মদ আজম,মোহাম্মদ পারভেজ প্রমুখ।
সভা শেষে সেমা মাহফিল পরিচালনা করেন সৈয়দ মোহাম্মদ আবু সালেহ কাওয়াল। সভায় বার্ষিক ওরশ শরীফ মহান ২৬ আশ্বিন উপলক্ষে নাজিরহাট শাখার পক্ষে ব্যাপক কর্মমসূচি হাতে নেওয়া হয়। উল্লেখ্য, আগামী ১১ অক্টোবর শুক্রবার বিশ্ব অলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী(কঃ) এর ৩৬ তম বার্ষিক ওরশ শরীফ মহান ২৬ আশ্বিন মাইজভাণ্ডার দরবার শরীফ দরবারে গাউছুল আজম মাইজভাণ্ডারী গাউছিয়া হক মনজিলে মহসমারোহে অনুষ্ঠিত হবে।