সন্দ্বীপ পৌরসভার ৯টি ওয়ার্ডে ডেঙ্গু রোগের বিস্তার রোধে মশক নিধন কার্যক্রমের শুভ উদ্বোধন করেছে সন্দ্বীপ পৌরসভা কর্তৃপক্ষ।২৩ সেপ্টেম্বর রোজ সোমবার গৌধুলী লগ্নে এই মশক নিধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা।
সন্দ্বীপ উপজেলা গেইটে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ।এ সময় অ্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা খোরশেদ আলম, বাংলাদেশ কৃষি ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্থাপক আখতারুজ্জামান সুজন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইসমাঈল, উপ-সহকারী পৌর প্রকৌশলী মোর্শেদ আলম ও মোঃ রবিউল আলম সহ পৌরসভার সকল কর্মকর্তা, কর্মচারী এবং পরিচ্ছন্নতা কর্মী বৃন্দ।
ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম উদ্বোধন কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা ও পৌর প্রশাসক তাসফিক সিগবাত উল্যাহ বলেন সারাদেশে হঠাৎ করে ডেঙ্গুর প্রকোপ বেড়ে গেছে। যদিও সন্দ্বীপে এখন কোন ডেঙ্গু রোগী পাওয়া যায়নি তবুও ডেঙ্গু সহ মশাবাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব থেকে জনগনকে রক্ষায় সন্দ্বীপ পৌরসভায় মশক নিধন অভিযান আজ থেকে শুরু হলো। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ফগার মেশিন ও স্প্রে মেশিন দ্বারা এ অভিযান পরিচালনা করা হবে। আমাদের কাছে চাহিদা অনুযায়ী মশক নিধনের ওষুধ মজুদ রয়েছে। ধারাবাহিকভাবে ডেঙ্গু নিয়ন্ত্রণে সন্দ্বীপ উপজেলা কম্পাউন্ড থেকে শুরু করে পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডে এই মেশিন দ্বারা মশক নিধন অভিযান অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত ডেঙ্গু নিয়ন্ত্রণে না আসবে ততদিন পর্যন্ত পৌরসভার বিভিন্ন ড্রেন ও জলাশয়সহ সর্বত্র মশার কীটনাশক প্রয়োগ করা হবে। এছাড়া মশার প্রজননস্থল ধ্বংস করতে পরিচ্ছন্ন কার্যক্রমও অব্যাহত থাকবে। আর এ পরিচ্ছন্ন কার্যক্রমকে সফল করতে পৌরবাসীর আন্তরিক সহযোগিতা আমরা কামনা করছি।